X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৭:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৭:২৬


বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে উচ্চ ক্ষমতা সম্পন্ন আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপণ জারি করেছে সরকার।
বুধবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার গঠিত টাস্কফোর্সের প্রধান করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানকে।
টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি,  বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি অ্যাটর্নি জেনারেলের অফিসের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংকের  ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটের মহাব্যবস্থাপক।  তিনি এই টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আন্তঃসংস্থা টাস্কফোর্সকে সবধরণের সাচিবিক সহায়তা করবে। এছাড়াও সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ দেশে

ফেরত আনার লক্ষ্যে উল্লিখিত কার্যপরিধির আওতায় টাস্কফোর্সের সব কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

আরও পড়তে পারেন: আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের কোনও ক্ষতি হবে না

গঠিত টাস্কফোর্স চুরি হওয়া অর্থ দেশে ফেরত আনতে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশসমূহের আইনগত অবস্থা পর্যালোচনা করবে। এছাড়া চুরি হওয়া অর্থ যেসব দেশে স্থানান্তর করা হয়েছে, সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক আইনগত সহায়তা গ্রহণ করবে।

আরও পড়তে পারেন:  আতিউরের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ফজলে কবির

টাস্কফোর্স বাংলাদেশের অভ্যন্তরীণ সমন্বয় নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা, চুরি হওয়া বা পাচার হওয়া অর্থ ফেরত আনার কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষা এবং প্রয়োজনে এসব সংস্থার সহায়তা গ্রহণ করবে।

এই টাস্কফোর্স রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সময়ে সময়ে সরকার বা বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নির্দেশনা বা পরামর্শ পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং প্রয়োজনে সব সদস্যের সম্মতিতে এক বা একাধিক সদস্য টাস্কফোর্স অন্তর্ভুক্ত করা যাবে।

/এসআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
চতুর্থ নারী টি-টোয়েন্টিকরুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
ঢাকা আহছানিয়া মিশনের প্রতিবেদন৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
দেশে বেকারের সংখ্যা কত?
দেশে বেকারের সংখ্যা কত?
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া