X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ক্ষমতায় তালেবান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের কী হবে?

গোলাম মওলা
১৯ আগস্ট ২০২১, ১১:০০আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৩৩

সপ্তাহের ব্যবধানেই গোটা আফগানিস্তান নিজেদের দখলে নিয়ে নিলো তালেবানরা। দেশটিতে ক্ষমতার এই আকস্মিক পালাবদলে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার ঝড় চলছে বিশ্বজুড়ে। সেই সঙ্গে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশের সঙ্গে দেশটির সদ্য গজিয়ে ওঠা বাণিজ্যের ভবিষ্যৎ নিয়েও।

আয়তনে বাংলাদেশের সাড়ে চারগুণ দেশটি। তবু আফগানিস্তানের অর্থনীতি খুবই ছোট। মাথাপিছু আয় ৫১০ ডলারের কাছাকাছি। বিদেশি সাহায্যের ওপর অনেকটাই নির্ভরশীল।

সম্প্রতি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়তে শুরু করেছিল। ২০২০-২১ অর্থবছরে দেশটিতে ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। এর আগের অর্থবছর করেছিল ৫৭ লাখ ডলারের পণ্য। বিদায়ী অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে দুই কোটি ডলার মূল্যের পণ্য আমদানি হয়েছিল। যা ছিল আগের বছরের দ্বিগুণেরও বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ডলার (প্রায় ২৪৩ কোটি টাকা)। অন্য দেশের তুলনায় পরিমাণটি নগণ্য হলেও একেবারে ফেলনা নয়।

জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে ৯ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রফতানি হয় আফগানিস্তানে। তখন আমদানি ছিল না। ২০০৯-১০ অর্থবছর আমদানি হয় ৭ লাখ ৭০ হাজার ডলারের পণ্য।

২০১৫-১৬ অর্থবছরে আফগানিস্তানে রফতানির চেয়ে দেশটি থেকে আমদানি বেশি হয়। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ থেকে আফগানিস্তানে রফতানি হয় ৬২ লাখ ৬০ হাজার ডলারের পণ্য। আমদানি হয় ৮১ লাখ ডলারের। ২০১৯-২০ অর্থবছরে রফতানি আরও কমে ৫৭ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়ালেও আমদানি হয় ৯২ লাখ ডলারের।

আফগানিস্তান থেকে আমদানি করা পণ্যের মধ্যে বাদাম, ফল, বস্ত্র শিল্পের উপাদান, প্লাস্টিক ও রাবারজাত পণ্য অন্যতম। বাংলাদেশ থেকে রফতানি হয় ওষুধ, সবজি, টেক্সটাইল ফাইবার, সুতা ও পোশাক। এ ছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশও রফতানি হয়।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বিদায়ী ২০২০-২১ অর্থবছরে আফগানিস্তানে ৮৬ লাখ ডলারের পণ্য রফতানির মধ্যে ওষুধই ছিল ৭৬ লাখ ডলারের। এ ছাড়া ২ লাখ ৯৩ হাজার ডলারের প্রক্রিয়াজাত খাদ্য রফতানি হয়। এরমধ্যে নুডুলস, বিস্কুটসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য রফতানি করে প্রাণ-আরএফএল গ্রুপ।

বিদায়ী অর্থবছরে দেশটিতে ৭০ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে। এর আগের বছর হয়েছিল মাত্র ৬ হাজার ৩০৫ ডলারের পোশাক।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপর পোশাকের রফতানি নির্ভর করছে। তবে এতে আহামরি কোনও ক্ষতি হবে না। কারণ, পোশাক রফতানিতে আফগানিস্তান বাংলাদেশের টার্গেট নয়।’

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আফগানিস্তানের অর্থনীতির চেয়ে আঞ্চলিক নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ। দেশটির অর্থনীতি ক্ষুদ্র। ইদানীং আরও বেশি বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আফগানরা আফিম রফতানির মাধ্যমে আয় করে বেশি। এটা খুব একটা গ্রহণযোগ্য বাণিজ্য নয়। তাদের বিনিয়োগ বাড়াতে হবে। উৎপাদন কার্যক্রম বাড়াতে হবে। বিশেষ করে যে খনিজ সম্পদ আছে সেটার যথাযথ ব্যবহার করতে হবে।’

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ