X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১৮:১২আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:২৭






ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি। ফাইল ছবি সারাদেশে নিত্যপণ্যের দরদাম নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই রোজাকে সামনে রেখে সারাদেশে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এ দৃশ্য চোখে পড়েছে। প্রতিটি স্থানেই টিসিবির পণ্য বিক্রির ট্রাকের সামনে ক্রেতাদের লম্বা লাইন চোখে পড়েছে।
রবিবার সকাল থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
সরকারের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রবিবার ২৯ মে থেকে সারাদেশের ১৭৯টি স্থানে ট্রাকে করে ৫টি নিত্যপণ্য বিক্রি শুরু করে। ঘোষণা অনুযায়ী, ঢাকায় ৩২টি ব্যস্ততম স্থানে, চট্টগ্রামের ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরের ৫টি স্থানে এবং জেলা শহরগুলোয় ২টি করে স্থানে টিসিবির খোলা বাজার বসবে বলে আগেই জানিয়েছিল টিসিবি।
রোজাকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
দ্রব্যমূল্যে দাম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো বারবার সতর্ক করলেও এর প্রভাব খুব বেশি দেখা যায়নি। শনিবারও ঢাকার কাওরান বাজারে ছোলা ৯৫ টাকা, মসুর ডাল মানভেদে ১১০ টাকা থেকে ১৫০ টাকা, চিনি ৫৮ টাকা থেকে ৬০ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে।
তবে টিসিবির খোলা ট্রাকগুলোয় দেশি চিনি প্রতি কেজি ৪৮ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৮৯ টাকা ৯৫ পয়সা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, ছোলা প্রতিকেজি ৭০ টাকা এবং খেজুর প্রতিকেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা, ৫ লিটার সয়াবিন তেল ও ১ কেজি খেজুর সংগ্রহ করতে পারবেন বলে টিসিবি নির্দেশনা দিয়েছে।
রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাক বসানোর জন্য টিসিবি নির্ধারিত ৩২টি ব্যস্ত এলাকা হলো- জাতীয় প্রেসক্লাবের সামনে, বাংলাদেশ সচিবালয় ২ নং গেইট, কাপ্তান বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, নিউমার্কেট বা নীলক্ষেত, মোহাম্মদপুর টাউন হল ও ঝিগাতলা কাঁচা বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, খিলগাঁও বাজার, বাসাবো বাজার, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও মতিঝিলের আইডিয়াল জোন, রামপুরা বাজার, বাড্ডা নতুন বাজার, বনশ্রী মেরাদিয়া বাজার, মাদারটেক, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বক চত্বর, দিলকুশা, বাংলাদেশ ব্যাংক চত্বর, সায়েদাবাদবা যাত্রাবাড়ি বা ডেমরা এলাকা, গেন্ডারিয়া বাজার, খামার বাড়ি, কলমি লতা বাজার, মহাখালী কাঁচাবাজার বা সাততলা মসজিদের সামনে, শ্যামলী বা কল্যাণপুর ওভার ব্রিজ, শেওড়াপাড়া, মিরপুর ১ নম্বর মাজার রোড বা গাবতলী, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, কালশি বাজার বা দুয়ারি পাড়া, কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেট, হাজিক্যাম্প বা বিমান বন্দরের সামনে।

আরও পড়তে পারেন: বাংলাদেশও তামাকজাত পণ্যের সাদামাটা প্যাকেট করবে: স্বাস্থ্যসচিব

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা