X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেলার তিন দিনে ৯৫২ কোটি টাকা কর আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ২০:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২০:৫৩

জাতীয় আয়কর মেলা সপ্তাহব্যাপী শুরু হওয়া আয়কর মেলার প্রথম ৩ দিনে ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার টাকা কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত মেলা থেকে এই পরিমাণ কর আদায় হয়েছে। গত বছর একই সময়ে কর আদায় হয়েছিল ৯০৩ কোটি ৫৮ লাখ টাকা।
এনবিআরের দেওয়া তথ্য অনুযায়ী, আয়কর মেলার তৃতীয় দিন বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৭টি জেলা, ১৪টি উপজেলাসহ (৩টি ভ্রাম্যমাণ) মোট ৭১টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সবগুলো স্পট থেকে আয়কর সংগ্রহ হয়েছে ২২৭ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকা । দ্বিতীয় দিনে  বুধবার আদায় হয়েছিল ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা । আর মেলার প্রথম দিন মঙ্গলবার কর আদায় হয় ১৯১ কোটি টাকা।
এনবিআর জানায়, গত বছরের তুলনায় মেলার তৃতীয় দিনে নতুন টিআইএনধারীর (কর শনাক্তকরণ নম্বরধারী) পরিমাণ বেড়েছে সবচেয়ে বেশি। নতুন টিআইএনধারীর প্রবৃদ্ধি ৩৮৪ দশমিক ৯৮ শতাংশ। মেলার তৃতীয় দিন বৃহস্পতিবার রিটার্ন দাখিল করেছেন ৬১ হাজার  ৬০৭ জন। ২০১৫ সালে অনুষ্ঠিত মেলার তৃতীয় দিন রিটার্ন দাখিল করেছিলেন ৫০ হাজার ৩২২ জন।

এনবিআর আরও জানায়, বৃহস্পতিবার মেলা থেকে সেবা নিয়েছেন প্রায় ৩ লাখ ২৫ হাজার ৮৯৩ জন। গত দুই দিনের মতো বৃহস্পতিবারও মেলা প্রাঙ্গণ ছিল দেশের ভবিষ্যত করদাতা শিক্ষার্থীদের পদচারণায় মুখর। রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা মেলা পরিদর্শন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া মেলায় আরও আকর্ষণ যোগ করে অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণে করদাতাদের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়।

এবার আয়কর মেলা রাজধানীর আগারগাঁওস্থ রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই- ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে আলাদা বুথ। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হয়। করদাতাদের যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ৮টি শাটল বাস চালু করা হয়েছে। করদাতা ও সেবাগ্রহীতাদের জন্য কর্মকর্তাদের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএনসিসি ও রোভার স্কাউট। মেলায় রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার  ব্যবস্থা।

/জিএম/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
চতুর্থ নারী টি-টোয়েন্টিকরুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
ঢাকা আহছানিয়া মিশনের প্রতিবেদন৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
দেশে বেকারের সংখ্যা কত?
দেশে বেকারের সংখ্যা কত?
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া