X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের আন্তর্জাতিক মানে দায়িত্বপালনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ০১:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ০১:৫৭





তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দায়িত্ব অনেক। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে নিরীক্ষা ব্যবস্থা উন্নত ও আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক মান বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে। মঙ্গলবার রাতে (২৯ নভেম্বর) ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত “১৬তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড সিরিমনি ফর বেস্ট প্রেজেনটেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৫” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চার্টার্ড এ্যাকাউন্টেন্টদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাদের দায়িত্বশীল ভূমিকা আমাদের হিসাব ব্যবস্থাকে উন্নত করতে পারে। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দক্ষতার সঙ্গে কাজ করার বিকল্প নেই। আন্তর্জাতিক মান বজায় রেখে সঠিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএবি)-কে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তিনি শূন্য হাতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আইসিএবি ১৯৭৩ সালে তিনিই প্রতিষ্ঠা করেন। তাঁকে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির কাজ শেষ করতে দেওয়া হয়নি। আজ তারই সুযোগ্যা কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয় বাস্তব। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবেও আত্মপ্রকাশ করবে।’

আইসিএবি -এর প্রেসিডেন্ট কামরুল আবেদিন, এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা  ড. মশিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতার পর দেশের প্রথম অর্থ সচিব মো. মতিউল ইসলাম- এফসিএ, পাবলিসড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস রিভিউ কমিটির চেয়ারম্যান পারভীন মাহমুদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান।
/এসআই/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড