X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রফতানি বাধা দূর করতে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৮

তোফায়েল আহমেদ ভারতে বাংলাদেশের পণ্য রফতানির সক্ষমতা থাকার পরও ট্যারিফ ও নন- ট্যারিফ বাধার কারণে আশানুরুপ রফতানি করা সম্ভব হচ্ছে না। তাই রফতানি বাধা দূর করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ট্রেড ফেয়ারের আয়োজন করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করেছে। এরপরও শুল্ক জটিলতার কারনে বাংলাদেশের রফতানিকারকরা ভোগান্তিতে পরছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক রয়েছে। ভারতকেই রফতানির ক্ষেত্রে এ সকল শুল্ক বাধা দূর করতে হবে।  ভারতকে বাস্তবতার ভিত্তিতে আন্তরিকতার সাথে শুল্ক সমস্যা সমাধান করতে হবে।’

রফতানির ক্ষেত্রে ভারতের শুল্কবাধা দূর করতে ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে তোফায়েল আহমেদ বলেন, ‘ভারত বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সর্বাত্তক সহযোগিতা করেছে, সেজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। এ সহযোগিতার কথা ভোলার মতো নয়। তবে দু’দেশের বিনিযোগ ও বাণিজ্য বৃদ্ধি করতে ভারতকে এগিয়ে আসতে হবে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা,  সিয়েট একে খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যতিব্রত ব্যানার্জী ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) অভিজিৎ ব্যানার্জী প্রমুখ।

/এসএসজেড/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ