X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘নতুন ভ্যাট আইন নিয়ে সুবিধাবাদী মহল অপপ্রচার চালাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১৭:১৬আপডেট : ২৪ মে ২০১৭, ১৭:১৯

ড. আব্দুর রাজ্জাক নতুন ভ্যাট আইন নিয়ে একটি সুবিধাবাদী মহল নানা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এই আইন নিয়ে কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে,এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীদের আরও  সতর্ক থাকা দরকার। আর সেজন্য প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।’
বুধবার রাজধানীর আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বেশি টুরিস্ট আসে থাইল্যান্ডে। টুরিস্টদের আপ্যায়ন করার জন্য থাইল্যান্ড কর্তৃপক্ষ পুরো জাতিকে প্রশিক্ষণ দিয়েছে, আমরাও ভ্যাট আইন বাস্তবায়নে পুরো জাতিকে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে এখন যে অভিযোগ আনা হচ্ছে বা অনুমান করা হচ্ছে যে, ভ্যাটের কারণে জিনিসপত্রের দাম বাড়বে ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে- তা মিথ্যা প্রমাণিত হবে।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘ভ্যাট নিয়ে সাধারণ মানুষের সচেতনতা দরকার। সুনাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন ভ্যাট আইন করা হয়েছে। কারও ক্ষতির জন্য করা হয়নি।’ তিনি উল্লেখ করেন, ‘ভ্যাট দেবে সাধারণ মানুষ। জনগণের নির্বাচিত সরকার জনগণের ক্ষতি ও চাপ সৃষ্টি করে ভ্যাটের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করবে না। সারা জাতিকে ভ্যাটের সঙ্গে সম্পৃক্ত করা হবে।’

তিনি বলেন, ‘সারা জাতিকে ভ্যাটের সঙ্গে সম্পৃক্ত করতে এ আইন বাস্তবায়ন করা হচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ। সাময়িক সমস্যা হলেও এ আইন অবশ্যই বাস্তবায়ন করা হবে। ভ্যাটের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরাও দেশের উন্নয়ন ও কল্যাণে অবদান রাখছেন। ব্যবসায়ীদের বিপাকে ফেলে বা চাপ সৃষ্টি করে এ আইন বাস্তবায়ন করা হবে না এবং নতুন আইন সেভাবে করাও হয়নি।’

তিনি আরও বলেন, ‘রাজস্ব দিয়ে দেশের উন্নয়ন হয়। দুঃখজনকভাবে বলতে হয়, বাংলাদেশে রাজস্ব আয়ের পরিমাণ খুবই কম। বাংলাদেশের রাজস্ব ও জিডিপির অনুপাত খুবই কম। এ হার ৭ থেকে ৮ ভাগ ছিল, এখন বেড়ে তা ১১ থেকে ১২ ভাগ হয়েছে। এরপরও বলা হয়, এ হার শুধু দক্ষিণ এশিয়া নয় সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। যদি রাজস্ব আয় না হয় উন্নয়ন হবে কী দিয়ে। দেশের উন্নয়নের জন্য রাজস্ব প্রয়োজন। রাজস্ব আয় হলে বন্দর, রাস্তাঘাট, কল-কারখানা হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে।’

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘ভ্যাট আইন নিয়ে আমরা বেশি চ্যালেঞ্জ দেখার পাশাপাশি অনেক সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এরই আলোকে প্রথম একটি ভ্যাট একাডেমি ও পরবর্তীতে একটি ভ্যাট বিশ্ববিদ্যালয় করা হবে। বাংলাদেশে এটা হবে পৃথিবীর প্রথম ভ্যাট বিশ্ববিদ্যালয়।’

তিনি বলেন, ‘বিশ্বের মধ্যে উত্তম চর্চার মাধ্যমে নতুন ভ্যাট আইন করা হয়েছে। সাধারণ মানুষকে স্পর্শ করে এমন অনেক পণ্যে অব্যাহতি থাকবে। এ আইনে ব্যবসায়ীদের পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কাজকর্ম ভ্যাট কর্মকর্তাদের নিয়ন্ত্রণে থাকবে না। ভ্যাট কর্মকর্তাদের জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে।

/জিএম/এপিএইচ/

আরও পড়ুন: 

ঈদে রাস্তায় নামছে বিআরটিসি’র ৯০০ বাস

সম্পর্কিত
সর্বশেষ খবর
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে