X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

কর না দেওয়া ধনীদের খুঁজে বের করার নির্দেশ নতুন এনবিআর চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১২:০০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৩:৪৬

দেশের যেসব ধনী কর দেন না তাদের খুঁজে বের করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কর্মক্ষেত্রে প্রথম যোগদান উপলক্ষে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন।

এনবিআর কার্যালয়ে সংস্থার নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা অনেক বড় বড় ব্যবসায়ীর নাম শুনি, তাদের প্রভাব-প্রতিপত্তি জানি। কিন্তু কর দেওয়ার ক্ষেত্রে তারা সবার পেছনে থাকেন। এ কারণে বড় বড় আলোচিত এসব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। আমরা তাদের সম্মান জানাতে চাই।’ এছাড়া রাজধানীর আবাসিক বাড়ি মালিক প্রত্যেকের যাতে ট্যাক্স ফাইল হয় সে ব্যাপারে এনবিআর কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি।

বগুড়ায় ‘কর বাহাদুর’ সম্মান পাওয়া তার এক বন্ধুর উদাহরণ টেনে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন জেলায় যারা কর বাহাদুর হয়েছেন, সেসব জেলায় তাদের চেয়েও বড় বড় ব্যবসায়ী আছেন। কিন্তু কর দেওয়ার তালিকাতেই তাদের নাম খুঁজে পাওয়া যায় না। এ কারণে তাদের খুঁজে বের করতে হবে।’

তিনি এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এনবিআর হবে ব্যবসাবান্ধব অফিস। দেশে যদি ব্যবসা ভালো চলে তাহলে আপনা-আপনিই রাজস্ব বাড়বে। বেশি মানুষকে করনেটের আওতায় আনার যে প্রচেষ্টা রয়েছে তা চালু থাকবে।’ এসময় বিনিয়োগ বাড়াতে এনবিআরের চেষ্টা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গতকাল বুধবার (০৩ জানুয়ারি) সরকারের সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সিনিয়র সচিবের মর্যাদায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের পর থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?