X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সার্বিক মূল্যস্ফীতি কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ২০:১৪আপডেট : ০৮ মে ২০১৮, ২০:২৪

মূল্যস্ফীতি

মার্চ মাসের তুলনায় এপ্রিলে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব বলছে, সার্বিকভাবে সদ্যসমাপ্ত এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ। এ হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে দশমিক শূন্য পাঁচ শতাংশ হারে মূল্যস্ফীতি কমেছে। মার্চে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৮ শতাংশ।

মঙ্গলবার (৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। এসময় তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বিবিএসের তথ্য অনুসারে, এপ্রিলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশে, যা মার্চে ছিল ৭ দশমিক শূন্য ৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি মার্চে ছিল ৩ দশমিক ৫২ শতাংশ, যা এপ্রিলে কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ধারাবাহিকভাবে দেশের মূল্যস্ফীতি কমেছে। এটা ভালো লক্ষণ।

পরিকল্পনামন্ত্রী জানান, শহরে সার্বিকভাবে মূল্যস্ফীতি এপ্রিলে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭০ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৮০ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫১ শতাংশ।

মন্ত্রী আরও জানান, গ্রামাঞ্চলে মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ, যা এপ্রিলে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশে, যা মার্চে ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫২ শতাংশ।

 

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট