X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ডিএসইতে প্রধান সূচক ২৪, সিএসইতে কমেছে ৩৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৫:৪৬আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৫:৪৯

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ১৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৪৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯০১ কোটি ২৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৮৯২ কোটি ৪৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৬ পয়েন্টে এবং ১৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯১০ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- হলো-বিবিএস ক্যাবলস,মিলস লিমিটেড,লিগ্যাসি ফুট,সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, পেসিফিক ডেনিমস লিমিটেড,ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এবং ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং ফুয়াং ফুড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ১২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে  ৮২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ৯ হাজার ৯৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৫ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ১৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৯  দশমিক ৯৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, পেসিফিক ডেনিমস লিমিটেড, বেক্সিমকো, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, লিগ্যাসি ফুট, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং ফুয়াং ফুড।

/এসএসএ/
সম্পর্কিত
মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার
পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: ডিবিএ সভাপতি
বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়, চলছে না আইসিবি: অধ্যাপক আবু আহমেদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে