X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ধরপাকড়কে স্বাগত জানালেন এফবিসিসিআই সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১৬:১৯আপডেট : ০২ জুন ২০২২, ১৬:১৯

শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই'র সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, হাওর এলাকায় ধান নষ্ট হয়েছে এজন্য চালের দাম বেড়েছে। এখন মোবাইল কোর্ট যাওয়ার পর কেজিতে দাম পাঁচ টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সরকারের অভিযানকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, সরকার ধরছে দাম কমছে। এটা কি ঠিক? যদি সমস্যাই থাকতো তাহলে অভিযানের পর দাম কমতো না।’

বৃহস্পতিবার (২ জুন) এফবিসিসিআই আয়োজিত ‘নিত্যপণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি’ নিয়ে সংবাদ সম্মেলনে চাল ব্যবসায়ীদের এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি চাল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়িয়ে দেবেন, আর সরকার ধরপাকড় করবে না, এটা কি হয়? এখন ধান উঠছে, দাম কমছে, এ অবস্থায় চালের দাম কমার কথা। আপনি-আমি ব্যবসা করে খাই, ব্যবসা করবো। তার মানে কেজিতে ১০/১৫ টাকা বাড়াবেন, এটা কি হয়? আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে মেশিন আনছেন, এতে খরচ কমার কথা, তাহলে দাম কেন বাড়বে।’

মো. জসিম উদ্দিন বলেন, ‘আসলে চালের সংকট না, সবার কাছে চাল আছে। ৫ থেকে ১০ শতাংশ ধান নষ্ট হয়েছে। তাতে এখনই কেন দাম বাড়বে। এটা তো আরও  সাত মাস পরে বাড়বে। সুযোগ পেলেই দাম বাড়বে— এটা সরকার বা আমরা কেউ সহ্য করবো না। চাল ব্যবসা করে গুলশানে বাড়ি করছে, বিভিন্ন স্থানে আরও ৮/১০টি করে বাড়ি আছে, আর সব সময় বলছেন লোকসান। তাহলে সম্পদ কীভাবে করেন।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সরকার ধরাধরি কেন করবে? ধরাধরির যে সিস্টেম চালু হয়েছে, এটা ঠিক না। এখানে যারা আছেন, তাদের ৯৮ থেকে ৯৯ শতাংশ ভালো। দুই-এক জনের দায়িত্ব কেন আমরা সবাই নেবো। এখানে আমরা যারা এসেছি সবাই বুঝি। আমি নিজেও ধান উৎপাদন করি। কত খরচ কীভাবে কী হয়, আমি তা জানি।’

তিনি বলেন, ‘খারাপ-ভালো ব্যবসায়ীদের মধ্যেও আছে। পেঁয়াজ আমদানি ভারত থেকে বন্ধ করার পরের দিনই ১৫ টাকা কেজিতে দাম বেড়ে গেলো। অথচ আমদানির পেঁয়াজের দাম বাড়বে আরও পরে। কিন্তু দাম বাড়িয়ে দিলেন আমাদের ব্যবসায়ীরা।’

এক প্রশ্নের উত্তরে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘চালের দাম মিল মালিকরা বাড়িয়েছেন। কারণ, তারা মনে করেছেন ধান নষ্ট হয়েছে ঘাটতি হবে।’ এসময় যারা এ কারসাজি করছেন, তাদের সতর্ক করেন ব্যবসায়ীদের শীর্ষ এ নেতা। একইসঙ্গে বাজারে সরকারি মনিটরিং অব্যাহত রাখারও দাবি জানান তিনি।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
জনমুখী, শিল্প ও বিনিয়োগবান্ধব বাজেট চায় এফবিসিসিআই
বাজার স্থিতিশীল রাখতে মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের সক্রিয় থাকার আহ্বান
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া