X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দাম বেড়েছে মসলার, অপরিবর্তিত সবজি

গোলাম মওলা
০৮ জুলাই ২০২২, ১৮:৫৭আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৮:৫৭

কোরবানির ঈদের আগে মসলার দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এবারও হলুদ, দারুচিনি, জিরা, আদা ও শুকনো মরিচের দাম কিছুটা বেড়েছে। বেড়েছে তেজপাতা ও ধনের দাম।

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে দেশি শুকনো মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। আমদানি করা শুকনো মরিচের দাম ৩৫০-৪২০ টাকা।

ভারত থেকে আমদানি করা জিরা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। কেজিতে পাইকারি দাম বেড়েছে ২০ টাকা। তবে আফগানিস্তান থেকে আমদানি করা জিরা আগের মতো ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে দারুচিনি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৬০ টাকা। ব্যবসায়ীরা, বলছেন দারুচিনির দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো।

গত এক সপ্তাহে আমদানি করা আদার দাম বেড়েছে ১০ টাকা। আদা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

হলুদের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ১৬০ টাকা থেকে হলুদের দাম এখন ১৮০ টাকা। লবঙ্গের কেজি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। পাইকারিতে এলাচের কেজি এক হাজার ২০০ থেকে দুই হাজার ২০০ টাকা। কেজিতে এলাচের দাম কমেছে ২০০ টাকা পর্যন্ত।

কিছুটা বেড়েছে তেজপাতা ও ধনের দাম। তেজপাতার কেজি ১৮০-২০০ টাকা। ধনে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকায়।

এছাড়া, গোলমরিচ ৫৫০ থেকে ৭০০, আলুবোখারা ৩৫০ থেকে ৫০০ ও জায়ফল ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।

দেশি পেঁয়াজের দাম এখন ৪৫-৫০ টাকা। দেশি রসুন ৭০ থেকে ৯০ টাকা। আমদানি করা রসুনের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। দেশি আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা।

কাজুবাদামের কেজি ৭৫০ থেকে ৯০০, কাঠবাদাম ৬৫০ থেকে ৭০০, পেস্তাবাদাম ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার ও কিশমিশ মানভেদে ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর সাধারণত, কোরবানির ঈদের আগে গরম মসলার বাড়তি চাহিদা থাকে। এ জন্য দাম বাড়ে। তবে গত ১০-১৫ বছরের মধ্যে এবারই বিক্রি কম হয়েছে।

 

আরও বাজারদর

এদিকে গুঁড়ো দুধ ডানো বিক্রি হচ্ছে কেজিতে ২০ টাকা বেশি দামে।  গত সপ্তাহে যে ডানো ৭২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এই সপ্তাহে সেই একই ডানো কৌটা বিক্রি হচ্ছে ৭৪০ টাকায়। ডিপ্লোমা বিক্রি হচ্ছে ৭৩০ টাকা কেজিতে। গত সপ্তাহে ছিল ৭১০ টাকা।

ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ থেকে ১৫৫ টাকা। পাকিস্তানি কক বা সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা।

গত সপ্তাহের মতো এবারও গাজরের দাম চড়া। কেজি ১২০ থেকে ১৬০ টাকা। পাকা টমেটোর কেজি ৭০ থেকে ৮০ টাকা। বরবটি ৫০ থেকে ৬০ টাকা। বেগুনের কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া করলা, কাকরোল, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পটল, ঢেঁড়শ, ঝিঙে, চিচিঙ্গার কেজি ৪০-৫০ টাকা। কাঁচা কলার হালি ৩০-৪০ টাকা।

রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাসের দাম ১৬০ থেকে ১৮০ টাকা। শিং মাছ ৩০০ থেকে ৪৬০, শোল ৪০০-৬০০, কৈ ২০০-২৫০ টাকা ও পাবদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়।

এক কেজি ওজনের ইলিশের দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা এবং ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা।

/এফএ/
সম্পর্কিত
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!