X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিজিটাল বাণিজ্যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে : মার্কিন সহকারী মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ২০:১০আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২০:১০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের তৈরি পোশাকের বড় রপ্তানি বাজার। বাংলাদেশের ফার্নিচার, ওষুধসহ বিভিন্ন পণ্য সে দেশে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়া এগ্রো ফুড প্রসেসিং, টেকনিকেল অ্যাসিসট্যান্ট, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, আইসিটি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। এখানে বিনিয়োগ করলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা লাভবান হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ৩২টি দেশের সাথে বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের বিষয়ে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি রয়েছে।’

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের মার্কিন সহকারী বাণিজ্যমন্ত্রী অরুণ ভেনকাটারাম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এসব কথা বলেন টিপু মুনশি।

বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌‘বাংলাদেশ সরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টসের (এফডিআই) ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দিয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ডিজিটাল কমার্সে দক্ষতা অর্জনে বাংলাদেশ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।’

ডিজিটাল বাণিজ্যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে : মার্কিন সহকারী মন্ত্রী

অরুণ ভেনকাটারাম্যান বলেন, ‘বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সুনির্দিষ্ট উন্নয়ন খুবই উৎসাহব্যাঞ্জক। বাংলাদেশের ট্রেড ফেসিলিটেশন বেশ ভালো। অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অনেক কাজ করার সুযোগ রয়েছে। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও কারিগরি সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।’

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ আগত ডেলিগেশনের সদস্যরা, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ এইচ এম আহসান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিমসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী