জর্ডানে প্রথমবারের মতো ‘আরব ফার্মা ম্যানুফ্যাকচারার্স এক্সপো ২০২৩’-তে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো অংশগ্রণ করেছে। গত ১২ ও ১৩ জুলাই জর্ডানের আম্মানে ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে দুই দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হয়।
আম্মানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা ও সমন্বয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি), বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্লোবাল ক্যাপসুলস লিমিটেডসহ অন্যান্য বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই এক্সপোতে অংশগ্রহণ করে।
রবিবার (১৬ জুলাই) আম্মানে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে জর্ডানে বাংলাদেশি ওষুধের বাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম.আহসান, ওষুধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এক্সপোতে উপস্থিত ছিলেন।
দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ প্রতিনিধি দল ও ওষুধ কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে জর্ডানের নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধি, আরব ইউনিয়ন অব প্রডিউসার অব মেডিসিনস অ্যান্ড মেডিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং জর্ডানের ওষুধ ব্যবসায়ীদের মধ্যে নিবিড় যোগাযোগের উদ্দেশ্যে জর্ডানের একটি হোটেলে বৈঠক ও মেলার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে জর্ডানের বিনিয়োগমন্ত্রী, বিনিয়োগ মন্ত্রণালয়ের সচিব, জর্ডান-এশিয়া ও ওশেনিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ওষুধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।