X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

দুই নাগরিকের সম্পৃক্ততার বিষয়ে চীনের ‘না’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ০৪:১১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৪:১৪

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে চীনা হ্যাকারদের হাত রয়েছে,ফিলিপাইনের এমন ধারণা প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফিলিপাইন সিনেটর রালফ রেক্তোর এই বক্তব্যকে ‘একেবারে ফালতু’ বলে মন্তব্য করেছেন।
ব্যাংকিং খাতের অন্যতম বড় এই চুরির ঘটনায় চীনা হ্যাকারদের ‘জড়িত থাকার সম্ভাবনা’র বিষয়ে রয়টার্সকে জানানো প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র লু কাংক বিষয়টিকে ফিলিপাইনের তদন্ত কমিটির ‘দায়িত্বজ্ঞানহীনতা’ বলেও আখ্যায়িত করেন।
তবে সিনেট তদন্তের শুনানিতে রিজার্ভ চুরির অন্যতম সন্দেহভাজন ব্যবসায়ী কিম অং জানিয়েছিলেন, রিজার্ভ চুরির পেছনে দুই চীনা জাংকেট এজেন্ট রয়েছেন। বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজে নামে ওই দুই চীনা  নাগরিক জালিয়াতির ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তর করেন।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে সিনেটর রালফ রেক্তো বলেন, শুহুয়া গাও এবং ডিং জিজে নামের ওই দুই হ্যাকার যেখানেই থাকুক না কেন সিনেটের তদন্ত কমিটি তাদের খুঁজে বের করতে চীন সরকার কাছে সহায়তা চাইতে পারে। সন্দেহভাজন এই দুই এজেন্ট বর্তমানে ম্যাকাওয়ে রয়েছেন বলেও ধারণা করেন সিনেটর রেক্তো।
প্রসঙ্গত, ফিলিপাইনের ব্লু রিবন কমিটির সদস্য সিনেটর রালফ রেক্তো রিজার্ভ চুরির বিষয়ে গত মঙ্গলবারের সর্বশেষ শুনানিতে বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রিজার্ভ চুরির ঘটনাটি কোনও ফিলিপাইন হ্যাকারের কাজ নয়, চীনা হ্যাকাররা এটা করে থাকতে পারে। তবে কেন তিনি চীনা হ্যাকারদেরই সন্দেহের তালিকায় রাখছেন সে বিষয়ে শুনানিতে বিস্তারিত বলেননি।
উল্লেখ্য, হ্যাকারদের একটি গ্রুপ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ চুরি করে। বাংলাদেশ ব্যাংকের কোড ব্যবহার করেই ওই অর্থ চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম এবং সুইফট কোড কন্ট্রোলে নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে ৩০টি পেমেন্ট অ্যাডভাইজ পাঠায় ফিলিপাইনের স্থানীয় ব্যাংকে স্থানান্তরের জন্য। এর মধ্যে ৪টি অ্যাডভাইজ অনার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক। যার মাধ্যমে মোট ৮১ মিলিয়ন ডলার (৮ কোটি ১০ লাখ ডলার) ফিলিপাইনে সফলভাবে পাচার করতে সক্ষম হয় হ্যাকাররা।

 

এমও/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী