X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৩ বছরের মধ্যে বিদ্যুৎ বিভাগ পেপারলেস, আশা নসরুল হামিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ২০:৪৫আপডেট : ০৯ মে ২০১৮, ২০:৫৪

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নসরুল হামিদ

প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে বিদ্যুৎ বিভাগ পেপারলেস হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (৯ মে) বিদ্যুৎ ভবনে ‘ইনোভেশন শোকেসিং’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

নসরুল হামিদ বলেন, ‘উৎপাদন, বিতরণ, সঞ্চালন ও অফিস ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) করতে হবে। সমন্বিত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং উন্নত বাংলাদেশ গড়তে কার্যকরী অবদান রাখবে।’

বিদ্যমান সিস্টেম আপডেট করে বিদ্যুতের চাহিদা ও যোগান মনিটরিং করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সব উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ইনোভেশন কমিউনেকেটিং হওয়া অপরিহার্য। এতে উদ্ভাবনী কাজের মাধ্যমে সেবার মান বাড়বে। প্রযুক্তির মাধ্যমে সেবা সহজিকরণ সম্ভব। তাই দ্রুততার সঙ্গে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে।’

বিদ্যুৎ বিভাগ জানায়, সরাসরি নাগরিক সেবা বৃদ্ধি এবং দাফতরিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে ইনোভেশন শোকেসিংয়ে ৪০টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে ১৬টি উদ্যোগকে পাইলট করা হয়, যার মধ্যে সম্পন্ন পাইলট উদ্যোগ ১৩টি। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় কমপ্লেইন ও ফিডব্যাক ম্যানেজমেন্ট সিস্টেম উদ্যোগটি শোকেসিংয়ের মাধ্যমে দেশব্যাপী স্কেলআপের জন্য চিহ্নিত করা হয়েছে।

বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের প্রধান ইনোভেটিভ কর্মকর্তা অতিরিক্ত সচিব মাকছুদা খাতুন বক্তব্য রাখেন।

 

/এসএনএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
রেশনে পণ্য চান শ্রমিকরা
রেশনে পণ্য চান শ্রমিকরা
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ