X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সমালোচনা না করে ধন্যবাদ দিন: বিদ্যুৎ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৭:১৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:০৮

‘পাওয়ার জেনারেশন অ্যান্ড রিজিওনাল ব্যালেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ভবিষ্যতে চাহিদা হিসাব করেই বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, ‘বাড়তি বিদ্যুৎ উৎপাদনের কোনও নেতিবাচক প্রভাব এই খাতে পড়েনি। তাই বিদ্যুতের অতিরিক্ত উৎপাদনে সমালোচনা না করে ধন্যবাদ দিন।’  শনিবার (১২ অক্টোবর) ঢাকার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে সমালোচনাকারীদের প্রতি তিনি এই আহ্বান জানান।
‘পাওয়ার জেনারেশন অ্যান্ড রিজিওনাল ব্যালেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিউট (বিপিএমআই) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিদ্যুৎ সচিব বলেন, ‘ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখায় ক্যাপাসিটি পেমেন্টের কোনো প্রভাব পড়ছে না। কায়কাউস দাবি করছেন, আগে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ ছিল ৬ টাকা ১৬ পয়সা। এখন যা কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৬৪ পয়সা। সঙ্গত কারণে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’
সেমিনারে উৎপাদন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সঙ্গে বিতরণ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের যৌথ আলোচনায় বিতরণ ব্যবস্থার উন্নয়ন করে কীভাবে এর বর্ধিত চাহিদা মোকাবিলা করা যায়, প্রত্যেকটি অঞ্চলে কীভাবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা যায়,  প্রত্যেকটি অঞ্চলে সঞ্চালন অবকাঠামো উন্নয়নসহ সর্বোপরি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয় নিয়ে চারটি সেশনে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি),  এনার্জি রেগুলেটরি  কমিশন (বিইআরসি),  বিপিএমআই ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর পক্ষ থেকে আলাদা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধে বিদ্যুৎ খাতের সমস্যা উত্তরণের পথ খোঁজা হয়েছে।

দিনব্যাপী সেমিনারে বিদ্যুৎ বিভাগের প্রায় সব সিনিয়র কর্মকর্তা অংশ নেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল