X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সমালোচনা না করে ধন্যবাদ দিন: বিদ্যুৎ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৭:১৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:০৮

‘পাওয়ার জেনারেশন অ্যান্ড রিজিওনাল ব্যালেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ভবিষ্যতে চাহিদা হিসাব করেই বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, ‘বাড়তি বিদ্যুৎ উৎপাদনের কোনও নেতিবাচক প্রভাব এই খাতে পড়েনি। তাই বিদ্যুতের অতিরিক্ত উৎপাদনে সমালোচনা না করে ধন্যবাদ দিন।’  শনিবার (১২ অক্টোবর) ঢাকার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে সমালোচনাকারীদের প্রতি তিনি এই আহ্বান জানান।
‘পাওয়ার জেনারেশন অ্যান্ড রিজিওনাল ব্যালেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিউট (বিপিএমআই) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিদ্যুৎ সচিব বলেন, ‘ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখায় ক্যাপাসিটি পেমেন্টের কোনো প্রভাব পড়ছে না। কায়কাউস দাবি করছেন, আগে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ ছিল ৬ টাকা ১৬ পয়সা। এখন যা কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৬৪ পয়সা। সঙ্গত কারণে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’
সেমিনারে উৎপাদন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সঙ্গে বিতরণ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের যৌথ আলোচনায় বিতরণ ব্যবস্থার উন্নয়ন করে কীভাবে এর বর্ধিত চাহিদা মোকাবিলা করা যায়, প্রত্যেকটি অঞ্চলে কীভাবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা যায়,  প্রত্যেকটি অঞ্চলে সঞ্চালন অবকাঠামো উন্নয়নসহ সর্বোপরি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয় নিয়ে চারটি সেশনে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি),  এনার্জি রেগুলেটরি  কমিশন (বিইআরসি),  বিপিএমআই ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর পক্ষ থেকে আলাদা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধে বিদ্যুৎ খাতের সমস্যা উত্তরণের পথ খোঁজা হয়েছে।

দিনব্যাপী সেমিনারে বিদ্যুৎ বিভাগের প্রায় সব সিনিয়র কর্মকর্তা অংশ নেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম