X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে বেশি জোর দিতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ২০:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২০:৪৯

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে বেশি জোর দিতে হবে: নসরুল হামিদ


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাতের প্রকল্পগুলো তিন ভাগে বিভক্ত করতে হবে। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রকল্প, মধ্যম গুরুত্বপূর্ণ প্রকল্প এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প—এভাবে বিভাজনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে বেশি জোর দিতে হবে।
শনিবার (২৬ এপ্রিল) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অনুকূলে ২০১৯-২০ অর্থবছরের আরএডিপি বরাদ্দ ও মার্চ ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের এই সময়ে আমাদের উন্নয়নের গতি যেন থেমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সতর্কতার সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব জ্বালানি ও খনিজ সম্পদ আহরণ ও উত্তোলনে সুনির্দিষ্ট ও স্বল্প মেয়াদি পরিকল্পনা দ্রুত নিন। অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করতে হবে। অর্থছাড়ের ক্ষেত্রেও অগ্রাধিকার বিবেচনা করতে হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় জিওবি ও বৈদেশিক সহায়তাপুষ্ট ৮টি, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১৬টি ও জিডিএফ অর্থায়নে বাস্তবায়নাধীন ৮টি অর্থাৎ মোট ৩২টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প নিয়ে আলোচনাকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনও সমস্যা হলে দ্রুততার সাথে দ্বি-পাক্ষিক, ত্রি-পাক্ষিক বা বহু-পাক্ষিক সভা করে সমস্যার সমাধান করতে হবে। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সচেতন থেকে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিপিসির চেয়ারম্যান মো. সামছুর রহমান ও পেট্রো বাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ