X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চারটি গ্রিড সাবস্টেশন নির্মাণের চুক্তি সই, ব্যয় হবে ৫৯৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ১৮:১৪আপডেট : ০৮ জুন ২০২০, ১৮:১৪

বিদ্যুৎ দেশের বিভিন্ন স্থানে নতুন চারটি গ্রিড সাবস্টেশন নির্মাণ এবং বিদ্যমান চারটি গ্রিড সাবস্টেশন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এতে ব্যয় হবে প্রায় ৫৯৭ দশমিক ৫৫ কোটি টাকা।

এ কাজের জন্য সোমবার (৮ জুন) চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএনটিআইসি) সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে পিজিসিবি। পিজিসিবির   কোম্পানি   সচিব   (অতি:   দায়িত্ব) মো. জাহাঙ্গীর আজাদ এবং সিএনটিআইসির প্রজেক্ট ম্যানেজার পেই রৌনান নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিপত্রে সই করেন।

পিজিসিবি জানায়, করোনাভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দূরত্বের নিয়মাবলী এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে পিজিসিবির প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়। এ সময়   পিজিসিবির নির্বাহী পরিচালক (ওঅ্যান্ডএম) মো. মাসুম আলম বকসী, প্রধান প্রকৌশলী (পিঅ্যান্ডডি) আবদুর রশিদ খান, প্রকল্প পরিচালক মো. শফিউল্লাহ, সিএনটিআইসি’র সাইট ম্যানেজার ঝ্যাং কুন  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ২৩০/১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড সাবস্টেশনগুলো ফেনী, সাভারের বিরুলিয়া, নওগাঁ এবং দিনাজপুরের পূর্বসাদিপুরে নির্মাণ করা হবে। এছাড়াও বর্তমানে নারায়ণগঞ্জের ভুলতায় ৪০০/২৩০ কেভি, বগুড়ায় ২৩০/১৩২ কেভি, দিনাজপুরের বড়পুকুরিয়ায় ২৩০/১৩২ কেভি এবং নওগাঁর  নিয়ামতপুরে ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনগুলোর প্রয়োজনীয় সম্প্রসারণ কাজ করা হবে।

চুক্তি অনুযায়ী, আগামী ৩০ মাসের মধ্যে সব কাজ শেষ করে গ্রিড সাবস্টেশনগুলো পিজিসিবির কাছে হস্তান্তর করবে সিএনটিআইসি। এতে ব্যয় হবে প্রায় ৫৯৭ দশমিক ৫৫ কোটি টাকা। উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিও, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। পিজিসিবির এনার্জি ইফিসিয়েন্সি ইন গ্রিড বেইজড পাওয়ার সাপ্লাই প্রকল্পের আওতায় এই গ্রিড সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানা যায়।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি