X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দিনভর ভোগান্তি, রাত ৮টার আগে গ্যাস আসবে না নারায়ণগঞ্জে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৮:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৮:৪৩

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নারায়ণগঞ্জ শহরের আবাসিক ও শিল্প প্রতিষ্ঠানের গ্রাহকরা বিপাকে পড়েছেন। আজ দুপুর আড়াইটা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিতাসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখন বলা হচ্ছে রাত নাগাদ গ্যাস আসতে পারে। তারা বলছে, পাইপলাইনের ভালভ প্রতিস্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। রাত ৮টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

নারায়ণগঞ্জের গলাচিপা, আমলা পাড়া, কলেজরোডের বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাস না থাকায় বেশিরভাগ মানুষ হোটেল থেকে খাবার কিনে এনে খাচ্ছেন। কেউ কেউ কেরোসিনের চুলায় দুপুরের খাবার রান্না করেছেন।

কলেজরোডের বাসিন্দা কৃতি কনিকা জানান, তিনি এলপিজি ব্যবহার করেন। কিন্তু তার আশপাশের কোনও বাসায় এখনও গ্যাস আসেনি। অনেকেই হোটেল থেকে খাবার কিনে এনেছেন। কখন নাগাদ গ্যাস আসবে তাও জানেন না তিনি।

এদিকে ওই এলাকার শিল্পমালিকদের প্রায় ‘মাথাই হাত’  অবস্থা। সারাদিন উৎপাদন বন্ধ। অনেক টাকার ক্ষতি হয়ে গেছে তাদের।

প্রসঙ্গত, আজ সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় পুরো নারায়ণগঞ্জে। হুট করে গ্যাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। কোনোরকম পূর্বনোটিশ ছাড়াই জরুরি লাইন মেরামত করার কথা বলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস।

মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তি বলা হয়, আজ (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস-এ কয়েকটি ভালভে লিকেজ পরিলক্ষিত হয়। জরুরিভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথাশিঘ্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সকালে তিতাসের পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে বন্ধ করেছি। এইভাবে সাধারণত আমরা গ্যাসের লাইন বন্ধ করি না।’ সে সময় তিনি বলেন, ‘দুপুর আড়াইটা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।’

কিন্তু সন্ধ্যা ৬টা নাগাদ খোঁজ নিয়ে জানা যায় এখনও গ্যাস আসেনি এলাকায়। এ বিষয়ে তিতাসের জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের মেরামতের কাজ প্রায় শেষ। দ্রুত সরবরাহ শুরু করা হবে।’ তবে রাত ৮টার আগে সম্ভব না বলে তিনি জানান।

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা