X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রতি মাসেই বদলে যাবে এলপিজির দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৭:০২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:০২

গ্রাহক পর্যায়ে সবচেয়ে ছোট বেসরকারি এলপিজি সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৪৪৭ টাকা, আর সবচেয়ে বড় ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করেছে কমিশন। এই দাম সোমবার (১২ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই দাম পরিবর্তন করবে বিইআরসি। প্রতি মাসের শুরুতে নতুন দামের ঘোষণা দেবে তারা। সেই হিসেবে মে মাসে আবারও এই দাম পরিবর্তন হবে।

বিইআরসি’র আদেশে সাড়ে ৫ কেজি, সাড়ে ১২ কেজি,  ১৫ কেজি, ১৬র কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)  এই আদেশ দেয়। অনলাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল,  কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহী, বজলুর রহমান, মো. কামরুজ্জামান, সচিব রুবিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে কমিশনের আদেশ পড়ে শোনান চেয়ারম্যান আব্দুল জলিল।তিনি জানান, বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সিগুলোর সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ৮১ টাকা ৩০ পয়সা  নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ভোক্তা পর্যায়ে  প্রতি ১২ কেজি এলপিজির দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫.৫,  ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসি আদেশে পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির আদেশে বলা হয়, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৪৪৭ টাকা, ১২ কেজির দাম ৯৭৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ২২০ টাকা, ১৬  কেজির দাম ১ হাজার ৩০১ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৪৬৪ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৬২৭ টাকা, ২২, কেজির দাম ১ হাজার ৭৮৯ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩২ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৪৪০ টাকা, ৩৩ কেজির দাম ২ হাজার ৬৮৩ টাকা, ৩৫ কেজির দাম ২ হাজার ৮৪৬ টাকা, ৪৫ কেজির দাম ৩ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করেছে কমিশন।

প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬২৫ মার্কিন ডলার এবং ৫৯৫ মার্কিন ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬০৫ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে। এই মাসের শেষে আবারও আরামকোর দাম পরিবর্তন হলে বিইআরসিও নতুন দাম নির্ধারণ করবে।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা