X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সিলিন্ডারপ্রতি ১২৬২ টাকা দাম অযৌক্তিক: বিইআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ১৫:১৬আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৫:৫৩

এলপিজি অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)-এর প্রস্তাবিত এলপি গ্যাসের দাম যৌক্তিক ও বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লোয়াবের দাবি অনুযায়ী ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম দাঁড়ায় ১২৬২ টাকা, যেটাকে অযৌক্তিক বলছে কমিশন।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল এলপিজির একটি নির্ধারিত দামের ঘোষণা দেয় কমিশন। বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজি ৭৬ টাকা ১২ পয়সা ধরে ১২ কেজির সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা (মূসকসহ) নির্ধারণ করা হয়। আর সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা (মূসকসহ) দাম নির্ধারণ করে বিইআরসি। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪৭ দশমিক ৯২ টাকা নির্ধারণ করা হয়।

কমিশনের এই দাম অযৌক্তিক ও একপেশে উল্লেখ করে দাম বাড়িয়ে দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন করে লোয়াব। চিঠিতে তারা জানায়, বিইআরসি দর ঘোষণার সময়ে তাদের অনেক খাতের খরচকে বিবেচনা আনা হয়নি। এরমধ্যে রয়েছে অপারেটর প্রফিট ৮৯ টাকা, ডিস্ট্রিবিউশন খরচ ২৫ টাকা। ডিলার ও খুচরা বিক্রেতার প্রফিট যথাক্রমে ২৪ টাকা ও ২৭ টাকা ধরা হয়েছে, এটি বাস্তবসম্মত নয়। ওভারহেড কস্ট ২৩ টাকার স্থলে ১৪৩ টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে মোট খরচ ৪৮১ টাকার কথা বলেছিল লোয়াব, সেখানে বিইআরসি ১৯৪ টাকা অনুমোদন করেছে। এলপিজি শিল্পের অস্তিত্ব রক্ষায় ১২ কেজি সিলিন্ডারের ঘোষিত দর ৯৭৫ টাকার সঙ্গে আরও ২৮৭ টাকা যুক্ত করার কথা বলে লোয়াব।

লোয়াবের চিঠির বিপরীতে কমিশন জানায়, লোয়াবের দাবি করা ২৮৭ টাকা যুক্ত করলে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম দাঁড়ায় ১২৬২ টাকা। এই দাম যৌক্তিক ও বাস্তবসম্মত হবে না বলে কমিশন মনে করছে।

কমিশন জানায়, এপ্রিলে দাম ঘোষণার আগে বাজার যাচাই করে দেখা গেছে, ভোক্তা পর্যায়ে প্রতি সিলিন্ডার ৯৩০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া কমিশন এনবিআর’র সঙ্গে আলোচনার পর তিন ধাপে ১৫ শতাংশ মূসক কমিয়ে আনতে সক্ষম হয়েছে। নতুন করে মুজতকরণ ও বোতলজাত পর্যায়ে পাঁচ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে দুই শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে মূসক বাবদ ব্যয় কিছুটা কমে এসেছে। পাশাপাশি রিটেইলার ও ডিস্ট্রিবিউটর পর্যায়ে কোনও মূসক দিতে হবে না।

সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। এই সৌদি সিপির সঙ্গে কমিশন জাহাজ ভাড়া এবং ট্রেডারের প্রিমিয়াম, ইমপোর্ট প্যারিটি প্রাইস, মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ (পরিবহন ব্যয়সহ),  রিটেইলার চার্জ, মূসক এবং অন্যান্য চার্জ যুক্ত করে দাম নির্ধারণ করেছে।

গত ১২ এপ্রিল দাম ঘোষণার সময় কমিশন জানিয়েছিল, প্রতি মাসের শুরুতে যখন সৌদি সিপির দাম পরিবর্তন হবে, তখন কমিশন এলপিজির দাম পরিবর্তনের বিষয়ে নতুন করে আদেশ দেবে। তবে এর সঙ্গে চার্জগুলোর কোনও পরিবর্তন হবে না।

দামের বিষয়ে বিইআরসির একজন সদস্য বলেন, ভোক্তাদের জন্য সুখবর হচ্ছে এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজার দর এপ্রিল মাসে আরও কমে গেছে। এর সুফল ভোক্তারা মে মাস থেকে পাবেন বলে আশা করছি। নিয়ম অনুযায়ী, সৌদি সিপির সঙ্গে মিল রেখে এই মাসের মধ্যেই এই মে মাসের নতুন দাম সমন্বয়ের আদেশ দেবে কমিশন।

 

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ভাসানটেকে গ্যাস সিলিন্ডারে দগ্ধ আরও একজনের মৃত্যু
সংকট সামাল দিতে বাড়ানো হচ্ছে এলএনজি সরবরাহ
থাইল্যান্ডের সঙ্গে জ্বালানি চুক্তির বিষয় এগিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন