X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ক্রস চেকের মাধ্যমে ডিমান্ড নোটের টাকা ফেরত দেবে তিতাস

সঞ্চিতা সীতু
২৭ জুন ২০২১, ০৯:০০আপডেট : ২৭ জুন ২০২১, ১৬:১৯

ক্রস চেকের মাধ্যমে গ্রাহকদের ডিমান্ড নোটের টাকা ফেরত দিতে যাচ্ছে তিতাস। চলতি সপ্তাহে তালিকা চূড়ান্ত করে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে। এরপর স্বল্পতম সময়ে চেক ইস্যু করে গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।

২০১৯ সালের মে মাসে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধের লিখিত নির্দেশনা জারি করে সরকার। এরপর ২০২০ সালের ডিসেম্বরে গ্যাস সংযোগের জন্য জমা দেওয়া ডিমান্ড নোটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় জ্বালানি বিভাগ। গত দেড় বছর ধরে কোন প্রক্রিয়ায় গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে তা নির্ধারণই করতে পারেনি তিতাস। এই বাস্তবতার মধ্যে ক্রস চেকের মাধ্যমে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় জ্বালানি বিভাগ।

জ্বালানি সচিব আনিছুর রহমান সম্প্রতি জ্বালানি বিভাগের এক সভায় ক্রস চেকের মাধ্যমে গ্রাহকের ডিমান্ড নোটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।

জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ক্রস চেকের জন্য আমরা গ্রাহকদের যে তালিকা ছিল তা চূড়ান্ত করছি। জোন ভিত্তিতে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হবে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। চলতি সপ্তাহের মধ্যেই আমরা তালিকা চূড়ান্ত করবো। এরপর গ্রাহকদের কাছ থেকে তাদের নাম, ফোন নম্বর ও অ্যাকাউন্ট নম্বর নিয়ে ব্যাংকে জমা দেওয়া হবে। সেখান থেকেই ক্রস চেক দেওয়া শুরু হবে।

প্রসঙ্গত, ক্রস চেক দিয়ে সরাসরি নগদ টাকা তোলা যায় না, অ্যাকাউন্টে চেক জমা দিয়ে টাকা তুলতে হয়।

সূত্র জানায়, সব মিলিয়ে আবাসিকের ৫৬ হাজার গ্রাহকের ডিমান্ড নোটের বিপরীতে ৪০ কোটি টাকা তিতাসের কাছে জমা আছে।

২০১৯ সালের ২১ মে আবাসিক, সিএনজি ও বাণিজ্যিকে ক্ষেত্রে নতুন করে আর কোনও গ্যাস সংযোগ না দেওয়ার জন্য আদেশ জারি করে সরকার। কিন্তু গ্রাহকের কাছ থেকে নেওয়া ডিমান্ড নোটের টাকার কী হবে, সে বিষয়ে তখনও সরকারের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। এর ১৯ মাস পর গত ২৪ ডিসেম্বর জ্বালানি বিভাগ থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকার দেশে গ্যাস সংকটের কথা বলে আবাসিক সংযোগ বন্ধ করে দেয়। এরপর ২০১৩ সালের শেষের দিকে ফের আবাসিকের সংযোগ চালু করে। কিন্তু ২০১৪ সালের নির্বাচনের পর আবারও জ্বালানি বিভাগ থেকে অলিখিতভাবে বিতরণ কোম্পানিকে আবাসিকের নতুন আবেদন নিতে নিষেধ করে দেওয়া হয়। পরে ২০১৯ সালে লিখিতভাবে আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়। যদিও ২০১৩ থেকে ২০১৯ অবধি ডিমান্ড নোটের টাকা জমা নিয়েছে তিতাস।

/এমকে/এফএএন/
সম্পর্কিত
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পরপর দুবার কমলো এলপিজির দাম
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র