X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এলএনজি সরবরাহ কমেছে, জরুরি বৈঠক সোমবার

সঞ্চিতা সীতু
১৭ জুলাই ২০২২, ২২:৩০আপডেট : ১৭ জুলাই ২০২২, ২২:৩০

দিনে ৫০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছে তরলীকৃত গ্যাস (এলএনজি) সরবরাহ। বিশ্বের টালমাটাল জ্বালানি বাজার দরের কারণে সরকার সাশ্রয়ী নীতি গ্রহণ করার পর এই প্রথম ৫০০ মিলিয়ন ঘনফুটের নিচে এলএনজি সরবরাহ নামিয়ে আনলো পেট্রোবাংলা।

১৩ জুলাই পর্যন্ত ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়। কিন্তু এরপর থেকে সরবরাহ ৫০০ মিলিয়নের নিচে নামিয়ে আনা হয়েছে।

দেশের দুটি টার্মিনাল দিয়ে দিনে এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা সম্ভব। আগে সাধারণত ৮০০ থেকে ৮৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো।

সংকট উত্তরণে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সোমবার (১৮ জুলাই) জরুরি বৈঠকে বসছে। বৈঠক থেকে সাশ্রয়ের জন্য নতুন ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। 

পেট্রোবাংলা বলছে, সহসা সরবরাহ বাড়ানো সম্ভব নয়। আপাতত আন্তর্জাতিক বাজারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। তবে চুক্তি অনুযায়ী কাতার এবং ওমান ট্রেডিং পেট্রোবাংলাকে এলএনজি সরবরাহ করছে না বলে কেউ কেউ মনে করছেন। তাদের মতে, এমনটা না হলে সরবরাহ এতটা নিচে নামার কথা নয়।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া-ইউক্রেন সংকটে সারা বিশ্বেই জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে। ইউরোপের একাংশেও গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া। আবার সেই গ্যাস অন্যদের কাছে বিক্রি করাও সহজ নয়। সুযোগটি নিচ্ছে বিভিন্ন ট্রেডিং কোম্পানি। এসব কোম্পানি জ্বালানি ঘাটতিতে থাকা দেশের কাছে বেশি দামে গ্যাস বিক্রি করছে। এজন্য স্পট মার্কেটে বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস।

সূত্র বলছে, এখন স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হলে প্রতি এমএমবিটিইউর জন্য ৪৩ ডলার গুনতে হচ্ছে। সেখানে দীর্ঘমেয়াদি চুক্তিতে এলএনজি কিনতে খরচ হচ্ছে সর্বোচ্চ ১২ ডলার।

পেট্রোবাংলা সূত্র বলছে, ১৭ জুলাই দেশে এলএনজি সরবরাহ হচ্ছে ৪৯০ মিলিয়ন ঘনফুট, ১৬ জুলাই ছিল ৪৯৭ মিলিয়ন, ১৫ জুলাই ৪৯৯ মিলিয়ন ও ১৪ জুলাই ছিল ৪৮৫ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান দাবি করছেন, আমরা ৫০০ মিলিয়ন ঘনফুটই দিচ্ছি। কম দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, এখন প্রতি মাসে ৫টা করে জাহাজ আসছে। তাতে ৫০০ মিলিয়ন ঘনফুট করেই দেওয়া সম্ভব হচ্ছে।

সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। বলা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।

সেপ্টেম্বর থেকে এমনিতেই ধারাবাহিকভাবে দেশে বিদ্যুতের চাহিদা কমতে থাকে। ওই সময় উৎপাদনে গ্যাসও কম প্রয়োজন হবে। তখন এলএনজির সরবরাহ বেশি রাখতে হবে না।

জ্বালানি পরিস্থিতির কারণে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে করণীয় নির্ধারণে এর আগেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়েছে। সোমবার এ বিষয়ে আরও একটি বৈঠক রয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকে বিশেষ নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে অফিস সময়সূচি ও দোকানপাট বন্ধ রাখার বিষয়ে নতুন নির্দেশনা জারি হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ভাসানটেকে গ্যাস সিলিন্ডারে দগ্ধ আরও একজনের মৃত্যু
সংকট সামাল দিতে বাড়ানো হচ্ছে এলএনজি সরবরাহ
থাইল্যান্ডের সঙ্গে জ্বালানি চুক্তির বিষয় এগিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া