X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘মূল্য সমন্বয় মানুষকে পীড়া দিচ্ছে, চেষ্টা করছি বের হয়ে আসতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫০

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। সবাই কষ্টে আছে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা চেষ্টা করছি, কত দ্রুত এই জায়গা থেকে বের হয়ে আসা যায়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আমরাও এর বাইরে না। বিশ্বের অর্থনীতি এখন মূল্যস্ফীতির শিকার। মূল্যস্ফীতি কেউ চায় না। এর প্রভাব মানুষকে ব্যাপক অর্থনৈতিক কষ্টের দিকে ঠেলে দেয়। আমরা এখন এ অবস্থা অতিক্রম করছি। মূল্য সমন্বয়, লোডশেডিংয়ের মধ্য দিয়ে আমরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।’

নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানামুখী পদক্ষেপ ও সমন্বয়ের মধ্য দিয়ে চলছে আমাদের বিদ্যুৎ খাত ও অর্থনীতি। তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ এই কষ্ট সহ্য করে নিচ্ছে। আরও কয়েকটা মাস আমাদের ধৈর্য ধরতে হবে। এক থেকে দুই মাসের মধ্যে ভালো অবস্থানে যাবো আমরা।’

তিনি বলেন, ‘সংকট কাটাতে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাচ্ছি। আমাদের লক্ষ্য আছে—সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই। এজন্য এখন থেকেই কাজ করা হচ্ছে।’

তিনি জানান, বৈদ্যুতিক গাড়ির বিষয়ে একটি গাইডলাইন ইতোমধ্যে আমরা তৈরি করেছি। এটি চূড়ান্ত হলে আমরা আরও এগিয়ে যাবো। তেলচালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ির এফিসিয়েন্সি বেশি। তাই এটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বহু দেশ হাইড্রোজেন নিয়েও কাজ করছে। আমরাও বিষয়টি চিন্তা করছি।’

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু