X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৬:৩৬আপডেট : ১৭ মে ২০২১, ১৬:৩৯

দিনভর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সোমবারও (১৭ মে) দেশের পুঁজি বাজারে লেনদেন হয়েছে। এদিন বিদ্যুৎ ও জ্বালানিসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও তিন খাতের শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এ নিয়ে ঈদের আগে ও পরে টানা আট কার্যদিবসে পুঁজিবাজারে সূচক বাড়লো।

সোমবার বিমা খাতে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে সাতটির। ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

সোমবার সকাল ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মাত্র ১০ মিনিটের মাথায় সূচক বাড়ে ৪০ পয়েন্টের বেশি।  তবে গ্রামীণফোন ও রবি আজিয়াটার শেয়ারের পাশাপাশি বিমা খাতের শেয়ারের দাম বাড়ার ফলে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৬০ পয়েন্ট। ডিএসইর তথ্যমতে, সোমবার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৯ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির, অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এদিন মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা। আগের দিন (রবিবার) লেনদেন হয়েছিল এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি লেনদেন হয়েছিল এক হাজার ৫৭৭ কোটি টাকা। ফলে প্রায় চার মাসের মধ্যে সোমবারই সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯০৯ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২৬টির। লেনদেন হয়েছে মোট ১১৫ কোটি ২৭লাখ ৬৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে মোট ৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা