X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভোটাররা স্বস্তি পাননি: তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫



তাবিথ আউয়াল ভোটাররা এ নির্বাচনে স্বস্তি পাননি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বেশ কিছু অভিযোগ তুলে ধরেন।
তাবিথ আওয়াল বলেন, ‘আমি সারাদিন বিভিন্ন কেন্দ্র পরির্দশন করেছি। বিভিন্ন কেন্দ্রে দেখেছি আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। আমি নিজে গিয়ে এজেন্টদের কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেছি। ভোটারা যেন আসতে পারেন সেজন্য রিটানিং অফিসারদের সঙ্গে কথা বলেছি।’
তিনি বলেন, ‘সব কেন্দ্রে একই চিত্র— ভোটারদের উপস্থিতি খুবই কম। ৪টা পর্যন্তই ভোটারদের উপস্থিত কম ছিল। আরেকটা চিত্র হচ্ছে, কেন্দ্রর সামনে মহড়ার মতো লোকজন ছিলেন, যারা ভোটারদের সহায়তা না করে ভয়-ভীতি দেখানোর চেষ্টা করেছে।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘সকালে বনশ্রী আইডিয়াল স্কুলে গিয়েছিলাম, তখন আমার এজেন্টকে বের করে দেওয়ার পর আবার ঢুকিয়ে দিয়ে যাই। বিকেলে গিয়ে একই কেন্দ্রে দেখলাম, এজেন্টদের আবার বের করে দেওয়া হয়েছে। আমি পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করলাম, তারা বললেন, তাদের কিছু করার ছিল না। প্রিজাইডিং অফিসারকে খুঁজে পেতে আমার আধঘণ্টা লেগেছে। আইডিয়াল স্কুলে দুটি রুমে দরজা বন্ধ দেখেছি। পরে দেখি সেখানে গিয়ে দেখলাম ফিংগার প্রিন্ট ওভার রাইট করে ভোট দেওয়া হচ্ছে। তখন সেখানে থাকা কর্মকর্তারা বললেন, ফিংগার প্রিন্ট কাজ করছে না বলে ঠিক করছিলেন। যদিও এর মধ্যে ভোট কাউন্ট বেড়ে গিয়েছে। একটি রুমে দেখলাম, একটি মেশিনই বদলে ফেলা হয়েছে।’ সব কেন্দ্র থেকে তথ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবেন বলে জানান তিনি।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা