X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতীয় টেলিভিশনে জয়ার ‘কণ্ঠ’

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ১৩:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৫:৫৯

জয়া আহসান গত বছরের ১০ মে ভারতে আর ৮ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছিল পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘কণ্ঠ’। এর অন্যতম প্রধান চরিত্রে আছেন জয়া আহসান।
ছবিটি এবার টেলিভিশন দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। কলকাতার টিভি চ্যানেল স্টার জলসায় দেখানো হবে এটি। পাশাপাশি ভিডিও কনটেন্টের ডিজিটাল প্লাটফর্ম হইচইয়ে প্রদর্শিত হবে ছবিটি।

আজ (৫ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল ৫টা ও ভারতীয় সময় বিকাল সাড়ে ৪টায় চলচ্চিত্রটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার ও একই দিনে হইচইয়ে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘‘আমরা সকলেই আমাদের এই জীবনযুদ্ধে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সকলের প্রচেষ্টায়, অদম্য ইচ্ছাশক্তির দ্বারা আমরাই পারি এই মহামারিকে রুখে দিতে। ‘কণ্ঠ’ ছবিটিতেও আছে জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প।’’

ছবিটি সম্পর্কে জয়া আরও বলেন, ‘এটি আসলে ঘুরে দাঁড়াবার গল্প। খুবই ইন্সপায়ারিং একটা ফিল্ম। এখানে দেখতে পারছেন, স্বাভাবিক কণ্ঠের বাইরে ইসোফেজিয়াল ভয়েসেও কথা বলছি আমি। ইসোফেজিয়াল ভয়েসটা আসলে কাজে লাগে তাদের, যাদের কণ্ঠনালীতে ক্যানসার হওয়ার ফলে সাউন্ডবক্সটা কেটে ফেলতে হয়। এই ভয়েসে কথা বলার জন্য আমাকে ট্রেনিং নিতে হয়েছে শুটিংয়ের আগে।’ জয়া ও পাওলি
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম।
গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির (আরজে) ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে। ‘কণ্ঠ’ প্রযোজনা করেছে ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ। পরিচালকজুটি দ্বয়ের সঙ্গে জয়া ও পাওলি

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর