X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উলন গ্রিডের যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ২২:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:০২

উলন গ্রিডের যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ ভোগান্তি রাজধানীর রামপুরায় উলন গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কোনও কোনও এলাকায় এখনও বিদ্যুৎ ফিরে না আসার অভিযোগ পাওয়া গেছে।  
রবিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে উলন গ্রিডে ত্রুটি দেখা দেয়। এ সময় রামপুরা, উলন, টিভি সেন্টার, বনশ্রীর একাংশ, মালিবাগ ও মগবাজারের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিড স্বাভাবিক হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ শুরু করে ডিপিডিসি। তবে রবিবার রাত ৮টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে অভিযোগ গ্রাহকদের।

উলনের বাসিন্দা মিলি আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার বিকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এখন বিকালে গরম বেশি অনুভূত হয়। এ অবস্থায় লোডশেডিং হলে তো থাকা বেশ কষ্টকর।’
এদিকে রাত ৮টার দিকে রামপুরার বাসিন্দা মামুন হোসেন দাবি করেন, ‘শুনেছি অনেক জায়গায় বিদ্যুৎ ফিরেছে। কিন্তু আমরা এখনও অন্ধকারেই আছি। ছুটির এই সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চাই।’


করোনাভাইরাসের কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছেন বলে জানান ডিপিডিসির পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কথা আগে থেকে বলা সম্ভব নয়। উলন গ্রিডে আজ বিকাল ৪টা ২০ মিনিটে ত্রুটি দেখা দেয়। আমরা মুহূর্তেই তা মেরামতের কাজ শুরু করি। বিকাল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। এরপর ধীরে ধীরে সব এলাকায় তা স্বাভাবিক হয়ে আসছে।’

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ