X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ০৬:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৬:৫৭

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। পাথর আমদানি নির্ভর এই বন্দরে ট্রাক প্রবেশে সময় নির্ধারিত থাকায় লোকসানের অভিযোগ তুলে ভারতীয় রফতানিকারকরা পাথর রফতানি বন্ধ করে দিয়েছে। গত ৫ আগস্ট থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, করোনা পরিস্থিতির আগে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাথরের ট্রাক প্রবেশ করতে পারতো। তবে করোনা পরিস্থিতির কারণে দুপুর ১২টার পর্যন্ত পাথর বোঝাই ট্রাক প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়। এছাড়া জেলা প্রশাসন থেকে মাত্র ১০০ ট্রাক পাথর আমদানি করারও নির্দেশনা দেওয়া হয়। এ কারণে পাথর রফতানিতে আগ্রহ হারাচ্ছে ভারতীয় রফতানিকারকরা।

ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামির বাদশা জানান, বাংলাদেশের স্থলবন্দরে ভারতীয় ট্রাক প্রবেশের সময়সীমা পুনর্নির্ধারণ এবং ট্রাকের সংখ্যা নির্ধারণ বাতিল না হওয়া পর্যন্ত পাথর রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বন্দরের মতো বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি সময়সীমা নতুন করে নির্ধারণ না করলে পাথর রফতানিকারকরা রফতানির ব্যাপারে অনীহা প্রকাশ করছে বলেও জানান তিনি।

বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, বাংলাবান্ধা স্থলবন্দরটি পাথর নির্ভর। পাথর আমদানির ওপর এখানকার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই জড়িত। সরকার কোটি কোটি টাকার রাজস্বও পায়। কিন্তু সময় নির্ধারণ করায় ভারতীয়রা পাথর রফতানি বন্ধ করে দিয়েছে।

পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, দেশের বিভিন্ন স্থলবন্দরে ট্রাক প্রবেশের সময়সীমা ৪টা পর্যন্ত থাকলেও বাংলাবান্ধায় সময়সীমা দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় না পাল্টানোয় লোকসানের কারণ দেখিয়ে ভারতীয় ব্যবসায়ীরা পাথর রফতানি কার্যক্রম বন্ধ রেখেছে। বিষয়টি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঈদের ছুটি শেষে গত ৫ আগস্ট থেকে বন্দরে আমদানি রফতানি চালু হয়েছে। পাথর বাদ দিয়ে বাকি সব পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে