X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১
স্মরণে নায়করাজ রাজ্জাক

‘বেঁচে থাকলে নায়করাজ চোখের পানি ফেলতেন’

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ১৭:২০আপডেট : ২২ আগস্ট ২০২০, ১২:২৩

বাপ্পী চৌধুরী ও নায়করাজ রাজ্জাক নায়করাজ রাজ্জাকের মহাপ্রয়াণ ঘটে ২০১৭ সালের এই দিনে (২১ আগস্ট)। দিনটিকে স্মরণ করে এই প্রজন্মের অন্যতম নায়ক বাপ্পী চৌধুরীর কণ্ঠে ঝরে আক্ষেপের সুর।
তার ভাষায়, ‘নায়করাজ চলচ্চিত্র অঙ্গনে বড় একটা শূন্যতা তৈরি করে চলে যান। অবশ্য তিনি চলে গিয়ে ভালোই করেছেন বলে আমি মনে করি! কারণ, আজকে তার সবচেয়ে পছন্দের জায়গা এফডিসির যে অবস্থা, তা দেখলে শান্তিতে থাকতে পারতেন না তিনি।’
বাপ্পী বোঝাতে চেয়েছেন, এফডিসির নানা অনিয়ম আর সাংগঠনিক সংকটের কথা।  
তিনি বলেন, ‘নায়করাজের দেখানো পথে আমরা এখন আর চলতে পারছি না। কেউ চলচ্চিত্রের উন্নয়নের জন্য এগিয়ে আসতে চাইলেও তাকে টেনে ধরা হচ্ছে। চলচ্চিত্র ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বেঁচে থাকলে এফডিসি আর চলচ্চিত্রের এই করুণ অবস্থা দেখে নায়করাজ চোখের পানি ফেলতেন।’

নায়করাজ: মহাপ্রয়াণের তিন বছর

নায়করাজের মৃত্যুদিনে আরেকটি আক্ষেপের কথা জানান এই নায়ক। তার ভাষায়, ‘নায়করাজকে নিয়ে দেশে কিছুই হলো না! হলো না আমাদের এফডিসিতেও। তার নামে একটা ফ্লোর নেই, নেই কোনও ভাস্কর্য। অথচ তিনি আমাদের নায়করাজ! এসব ভাবলেও নিজেকে আজ অপরাধী মনে হয়।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
এ সপ্তাহের ছবিছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
প্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
সালমানের সঙ্গী হলেন রাশমিকা