X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১
এ সপ্তাহের ছবি

ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’

বিনোদন রিপোর্ট
১০ মে ২০২৪, ১৪:৩৭আপডেট : ১০ মে ২০২৪, ১৫:৫৫

অবশেষে আজ (১০ মে) পর্দার আলোর লাগাম পেলো ভিন্ন ধারার সিনেমা ‌‘পটু’। গত ঈদ থেকেই এটি মুক্তির তোড়জোড় শোনা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার তরফে।

এ সপ্তাহের নতুন ছবি হিসেবে ‘পটু’ স্থান পেয়েছে মাত্র ছয় প্রেক্ষাগৃহে। তবে আশার কথা চারটিই মাল্টিপ্লেক্স। এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা- বসুন্ধরা সিটি, মিরপুর সনি ও রাজশাহীর হাইটেক পার্ক। এর বাইরে ঢাকার ব্লকবাস্টার, কেরানীগঞ্জের লায়ন এবং সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারেও ছবিটি দেখা যাচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর। দু’জনেরই প্রথম সিনেমা এটি।

রাজশাহীর ভীষণ দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে ছবিটির। এছাড়াও রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চর, চরের জীবন নিয়ে এগিয়েছে ‘পটু’র গল্প।   

ছবিটির প্রধান চরিত্র ইভান সাইর বলেন, “দেশে প্রচুর সিনেমা হচ্ছে। এসবের মধ্যে ‘পটু’ একদমই অন্য ধরনের একটি ছবি। এখানে অভিনয়শিল্পী, লোকেশন, নির্মাতা অনেক কিছুই নতুন। যারা অন্য তারকার ভক্ত, তাদের কাছেও আমাদের আহ্বান, ছবিটা দেখবেন। যদি ছবিটার কোনও কিছু ভালো লাগে, একটু উৎসাহ দেবেন।”

‘পটু’র বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
কান উৎসব ২০২৪লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর
মাতৃহারা হলেন অভিনেতা জামিল
মাতৃহারা হলেন অভিনেতা জামিল