X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিলেটের পর্যটন কেন্দ্র খুলছে ২৫ শর্তে

সিলেট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৩

সিলেটের বিনোদন পার্ক করোনাভাইরাসের বিস্তার রোধে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে সিলেটের বিভিন্ন পার্কসহ পর্যটন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে পার্ক কর্তৃপক্ষ ও পর্যটকদের ২৫টি শর্ত মেনে চলতে হবে। যদি কোনও পার্ক শর্ত না মেনে কার্যক্রম পরিচালনা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গণমাধ্যম) জানিয়েছেন, বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শর্তগুলো উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে পার্ক খোলার অনুমতির কথা জানানো হয়। কেউ যদি জেলা প্রশাসনের শর্ত না মানে তাহলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সিলেটের পর্যটন কেন্দ্র জেলা প্রশাসনের দেওয়া কয়েকটি শর্তাবলী
* বিনোদন কেন্দ্রে প্রতিদিন ধারণক্ষমতার ৫০ শতাংশ অতিথি প্রবেশ করতে দেওয়া যাবে।
* দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার আলাদা পথ থাকবে।
* সামাজিক দূরত্ব বজার রাখার সুবিধার্থে প্রতিটি রাইড চলবে একমুখী।
* রাইডে ভ্রমণপ্রেমীরা একটি করে আসন ফাঁকা রেখে বসবেন।
* মূল ফটকসহ পার্কের অন্যান্য স্থানে একে অপরের কাছ থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখবেন দর্শনার্থীরা।
* বিভিন্ন খেলার কক্ষে দর্শনার্থীদের মধ্যে যেন ৬ ফুট দূরত্ব বজায় থাকে, সেভাবে মেশিন স্থাপন করতে হবে। সংক্রমণ এড়ানোর প্রয়োজনে কিছুসংখ্যক মেশিন ব্যবহার বন্ধ রাখবে পার্ক কর্তৃপক্ষ।
* দৃশ্যমান স্থানে একাধিক ছবিসহ স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা ঝুলিয়ে রাখতে হবে।
* নিরাপত্তামূলক সর্তকর্তা ও স্বাস্থ্যবিধি মেনে বর্জ্য ব্যবস্থাপনা থাকা আবশ্যক।
* পর্যটন কেন্দ্রে আসা যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
* বাংলাদেশ পর্যটন বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসরণ করা বাধ্যতামূলক।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ