X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
স্মরণে সৌমিত্র

যে কারণে বলিউড সৌমিত্রকে পেলো না

রঞ্জন বসু, দিল্লি
১৫ নভেম্বর ২০২০, ১৮:৪২আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২৩:০২

যে কারণে বলিউড সৌমিত্রকে পেলো না বাংলা তথা ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর (রবিবার বেলা সোয়া ১২টা) তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন অসংখ্য গুণগ্রাহী, ভক্ত, দর্শক ও অনুসারী। ভারতীয় সিনেমা জগতের এই নক্ষত্রের জীবনাবসানে প্রতিক্রিয়া জানিয়েছেন তার বহু সহ-অভিনেতা ও সতীর্থও।
বলিউডের বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল টেলিফোনে বাংলা ট্রিবিউনকে এদিন বলছিলেন, ‘‘সত্যজিৎ রায়ের ছবির মাধ্যমেই দুনিয়া সৌমিত্র চ্যাটার্জিকে চিনেছে। বলা যেতে পারে সৌমিত্র ছিলেন সত্যজিতের অল্টার ইগো। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, ফিল্মের পাশাপাশি তিনি মঞ্চ বা থিয়েটার দুনিয়ারও অত্যন্ত সফল ও প্রতিভাবান অভিনেতা ছিলেন– কিন্তু তার মঞ্চ-অভিনয়টা বাংলার বাইরের মানুষ সেভাবে জানতে পারেনি।’’
‘এটা অত্যন্ত আক্ষেপের বিষয় যে বাংলা সিনেমার দুনিয়ার বাইরে ভারতীয় সিনেমা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেভাবে পায়নি। এটার বড় কারণ হলো তিনি হিন্দি নিয়ে অতটা সাবলীল বা স্বচ্ছন্দ ছিলেন না। ষাটের দশকে আমি একটা ফিল্মের পরিকল্পনা করেছিলাম, যার প্রধান দুই চরিত্রে দুই ভাইয়ের ভূমিকায় শশী কাপুর ও সৌমিত্রকে নেওয়ার কথা ভেবেছিলাম। সৌমিত্র ওই ছবির ব্যাপারে কথাবার্তা বলতে বোম্বেতেও এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জানালেন ফিল্মের জন্য হিন্দি বলতে খুব একটা আত্মবিশ্বাসী বোধ করছেন না। ফলে শেষ পর্যন্ত সৌমিত্রকে নিয়ে ওই ছবিটা আমার আর করা হয়নি।’
‘‘হিন্দি যে সৌমিত্রের ‘ফার্স্ট ল্যাঙ্গুয়েজ’ ছিল না, তাতে তার কোনও ক্ষতি হয়নি– কিন্তু অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলার বাইরে অন্যান্য ভাষার ভারতীয় ছবির। এই কারণেই অন্যান্য ভাষার ছবি তাকে পায়নি। কিন্তু ভারতীয় সিনেমার সব সেরা নির্মাতা বিগত বহু দশক ধরে এটা নির্ভুল জেনে এসেছেন: এই দেশে সবচেয়ে অরিজিনাল, ব্রিলিয়ান্ট ও মার্ভেলাস অভিনেতা যদি কেউ থাকেন, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়।’’


সৌমিত্রর প্রথম ছবি ‘অপুর সংসার’-এর নায়িকা শর্মিলা ঠাকুর একটি বাংলা পত্রিকায় শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছেন, ‘সৌমিত্র ছিলেন বড় মাপের অভিনেতা। এ কথা আমরা সবাই জানি। কিন্তু শুধু তো অভিনয় নয়। তার লেখালেখি, কবিতা, কাব্যপাঠ, বিপুল পড়াশোনা আর সবকিছুকে ছাপিয়ে তার একটা শিশুর মতো মন ছিল। শিশুর মতো বিস্ময়াবিষ্ট হতে পারতেন ওই বয়সেও। শিশুর মতোই একটা হাসি ছিল।’
‘সব মিলিয়ে তিনি এমন একটা মানুষ, যাকে ঘিরে বিস্ময় যেন ফুরোয় না। মনে হয়, বিভূতিভূষণের অপুর মতোই ছিলেন সৌমিত্র। বিস্মিত হতে জানতেন। বিস্মিত করতে জানতেন।’
বলিউড অভিনেতা রাহুল বোসের টুইটেও ঝরে পড়েছে সৌমিত্রের প্রতি অপরিসীম শ্রদ্ধা, ‘‘দিনের পর দিন তার ছবি দেখেই বড় হয়েছি। ফলে ‘১৫ পার্ক অ্যাভিনিউ’তে তার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ছিল সাররিয়াল! সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে কেমন লাগতো, আমার সেই সব কৌতূহল ও প্রশ্নের তিনি উত্তর দিয়েছিলেন অসীম উষ্ণতা আর মমতায়। সেটা আমার দারুণ সৌভাগ্য ছিল, সৌমিত্রদা। চিরশান্তিতে থাকুন।’’
এই মুহূর্তে বাংলা সিনেমার সম্ভবত সবচেয়ে নন্দিত ও জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি সংক্ষিপ্ত টুইটে সৌমিত্রর একটি অসাধারণ ছবি পোস্ট করে শুধু লিখেছেন, ‘ভালো থেকো’!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!