X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পুরস্কারের ১ লাখ ইউরো সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যয় করতে চায় সাদাত

নড়াইল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ২১:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:৫০

সাদাতকে নড়াইল জেলা প্রশাসনের সংবর্ধনা সাইবার বুলিং থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২০-এ ভূষিত কিশোর সাদাত রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাদাত জানায়, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের সম্মানির এক লাখ ইউরোর পুরোটা অ্যাপটির উন্নয়নে ব্যয় করবো। কীভাবে কিশোরদের জন্য ইন্টারনেটকে আরও নিরাপদ করা যায় সেজন্য সারা দেশের ৬৪টি জেলায় দ্রুত সাইবার টিনস-এর এই অ্যাপ বিস্তারের চেষ্টা করবো। যতদিন পর্যন্ত বিশ্বে সাইবার বুলিংয়ের অভিযোগ পাবো ততদিন পর্যন্ত এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো।’

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক, সাদাতের বাবা মো. শাখায়াৎ হোসেন, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু প্রমুখ। পরে সাদাত রহমান সাকিবকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিথিরা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাইবার বুলিং নিয়ে কাজ করা নড়াইল সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কিশোর সাদাত রহমান গত ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে ‘কিডস রাইটস’-এর পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পায়। এদিন নেদারল্যান্ডসের হেগে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

আরও পড়ুন- 

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো বাংলাদেশের সাদাত

সাদাত 'শিশু শান্তি পুরস্কার' পাওয়ায় খুশি নড়াইলবাসী

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ