X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শত বছরের ঐতিহ্যবাহী রাস মেলা এবার হচ্ছে না

বাগেরহাট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:৪৪

 

শত বছরের ঐতিহ্যবাহী রাস মেলা এবার হচ্ছে না

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে রবিবার (২৯ নভেম্বর) রাস পূর্ণিমার পূজা ও সোমবার (৩০ নভেম্বর) পূণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সুন্দরবনের দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বা মেলা অনুষ্ঠিত হচ্ছে না। মেলা কিংবা উৎসব ছাড়াই সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের জন্য এবার শুধু রাস পূর্ণিমার পূজা ও পূণ্যস্নানে অংশগ্রহণের অনুমতি দিয়েছে বনবিভাগ। এই সময়ে দুবলার চরে যেতে পারবেন না কোনও পর্যটক ও অন্য কোন ধর্মের মানুষ।

তবে স্নানে অংশ নিতে বনবিভাগের কাছ থেকে পাস-পারমিট নিয়ে শনিবার সকাল ৮টা থেকে পূজা ও স্নানের উদ্দেশ্যে দুবলার চরের আলোরকোলে রওনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে শুক্রবার বিকাল থেকে সনাতন ধর্মের লোকজন তাদের নৌযান নিয়ে জড়ো হন মোংলার পশুর নদীর চিলা এবং জয়মনিতে। পূর্ব সুন্দরবনের বগি-বলেশ্বর হয়ে দুবলা ও পশুর নদী হয়ে সরাসরি দুবলা, এই দুই পথ দিয়ে বনবিভাগের বেধে দেওয়া করোনার বিধি-নিষেধ মেনে আলোরকোলে যেতে হবে পূর্ণ্যার্থীদের। এছাড়া পশ্চিম সুন্দরবন দিয়েও যাওয়ার জন্য রয়েছে আরও তিনটি পথ। এই পাঁচটি পথের বাঁকে বাঁকে থাকবে বনবিভাগের তল্লাশি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই পথ ছাড়া অন্যপথে চোরাইভাবে কেউ যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বনবিভাগ। একই সঙ্গে কোস্টগার্ডের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে।

ঐতিহ্যবাহী রাস মেলা পূর্ণিমার তিথিতেই হয়ে থাকে। প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস পূজা ও স্নান উদযাপিত হয়ে আসছে। সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা এসময় পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে পাপ মোচন করার বিশ্বাস নিয়ে রাস পূজায় যোগ দিয়ে থাকেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, 'করোনা পরিস্থিতির কারণে এবার শর্তে সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে শুধু সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও পূণ্যস্নানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর সন্ধ্যায় সুন্দরবনের দুবলার চরে রাস পূজা ও ৩০ নভেম্বর সকালে চর সংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্যদিয়ে রাস পূজা শেষ হবে।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে