X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

প্রস্তুতি নেওয়া ছিল শুভাগতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯



ম্যাচসেরা হয়েছেন শুভাগত। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম তিন ম্যাচে একাদশেই সুযোগ হয়নি শুভাগত হোমের। সেই সুযোগটা মিলেছে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা জেমকন খুলনার চতুর্থ ম্যাচে। আর প্রথম সুযোগেই বাজিমাত করে দেখিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। ৫ বলে গুরুত্বপূর্ণ ১৫ রানের পাশাপাশি তিনটি উইকেট নিয়ে দলকে জয়ের ধারায় ফেরাতে অবদান রেখেছেন। হয়েছেন ম্যাচ সেরাও। এমন পারফরম্যান্সের কারণ জানতে চাইলে শুভাগত জানিয়েছেন, একাদশে সুযোগ না পেলেও প্রতি ম্যাচের জন্যই নিজের প্রস্তুতিটা তিনি সেরে রাখছিলেন।

সোমবার ঢাকার বিপক্ষে ১৪৬ রানে আটকে যায় খুলনার ইনিংস। অবশ্য এতোদূরও আসা হতো না, যদি না শেষ দিকে নেমে শুভাগত ৫ বলে ১৫ রানের টর্নেডো ইনিংসটি খেলতেন। শুধু তাই নয়, বোলিংয়ের সুযোগ পেয়েই ওপেনার তানজিদ তামিম, মুশফিকুর রহিম ও শফিকুল ইসলামকে সাজঘরে ফিরিয়েছেন। দলের জয়ে অবদান রাখা শুভগত জানালেন, ‘খুব ভালো লাগছে, প্রথম ম্যাচ জেতার পর আমরা দুটো ম্যাচ জিততে পারিনি। আজকে চতুর্থ ম্যাচে জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি খেলতে পারিনি (আগের ম্যাচগুলোতে)। তবে প্রস্তুতি ঠিকই নেওয়া ছিল, যেন সুযোগ পেলেই ভালো খেলতে পারি।’

টানা চার ম্যাচেই খুলনার টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ ছিলেন। এই ব্যর্থতা কাটাতে পুরো দলই কঠোর পরিশ্রম করছে বলে জানালেন শুভাগত, ‘আমাদের শুরুটা ভালো হচ্ছে না। আমাদের ব্যাটসম্যানরা অনুশীলনে এবং ম্যাচে ঠিকই চেষ্টা করছে। আশা করছি, পরের ম্যাচগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে