X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

অক্সফোর্ডের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ স্বেচ্ছাসেবকের

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ২০:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮
image

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া থাকার দাবি করেছেন ভারতের এক স্বেচ্ছাসেবক। দেশটিতে এই ভ্যাকসিন তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। ভারতীয় পরীক্ষায় অংশ নেওয়া ওই স্বেচ্ছাসেবকের স্ত্রী দাবি করেছেন, পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার স্বামীর স্মৃতিশক্তি নষ্ট হওয়ার পাশাপাশি আচরণেও পরিবর্তন এনেছে। তবে অভিযোগটি খতিয়ে দেখার পরও ভারতে এই পরীক্ষা বন্ধ রাখার কোনও কারণ খুঁজে পায়নি ভারতের নিয়ন্ত্রক সংস্থা। ভারতে এই পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআইআই’র ডাটা অ্যান্ড সেফটি মনিটরিং বোর্ড অ্যান্ড এথিকস কমিটি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অক্সফোর্ডের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ স্বেচ্ছাসেবকের

পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ তোলা ওই ব্যক্তিকে গত ১ অক্টোবর ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ করা হয়। ৪০ বছর বয়সী ওই মার্কেটিং পেশাজীবীর স্ত্রীর দাবি চূড়ান্ত ধাপের পরীক্ষার প্রথম ডোজ গ্রহণের পর সাধারণ কাজেও ভুল করতে থাকেন তার স্বামী। এর জেরে একটি আমেরিকান প্রজেক্টের কাজও হাতছাড়া হয়ে যায় তার। ভ্যাকসিন উদ্ভাবকদের কাছে পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন তিনি। এই অভিযোগের পেছনে আর্থিক বা অন্যকোনও অসৎ উদ্দেশ্য নেই বলেও দাবি করেন তিনি।

ওই নারী বলেন,  ‘আমাদের মূল দাবি হলো মানুষকে এই বিষয়ে সচেতন করা। ভারতে এই ভ্যাকসিনকে একটি বিকল্প আখ্যা দেওয়া হচ্ছে। আমরা চুপ থাকতে পারিনা। আমরা আমাদের নিরবতাকে বিক্রি করতে পারতাম, তাদের কেবল নোটিশ পাঠিয়ে দিয়ে কিছু লাভবান হতে পারতাম কিন্তু আমাদের মন বলেছে যে এটা করা উচিত।’

অভিযোগ ওঠার পর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় পরীক্ষাধীন সব বিষয়েই সম্মতি পত্রে স্বাক্ষর নেওয়া হয়। আর বিভিন্ন স্থানে পরীক্ষা চালাতে হওয়ায় প্রতিটি স্থানেই একটি একটি করে নৈতিকতা কমিটি রয়েছে। এই কমিটি সরকার বা উৎপাদকদের থেকে স্বাধীন। ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে যেকোনও বিপরীত পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। নৈতিকতা কমিটি অভিযোগটি আমলে নেবে আর ৩০ দিনের মধ্যে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের কাছে প্রতিবেদন দেবে।

তবে ওই স্বেচ্ছাসেবকের অভিযোগ খতিয়ে দেখার পর ভারত সরকার জানিয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিনের পরীক্ষা বন্ধ করার কোনও কারণ পাওয়া যায়নি। স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ বলেছেন, প্রাথমিক পর্যালোচনার পর সেরাম ইনস্টিটিউটের পরীক্ষা বন্ধ করে দেওয়ার কারণ পাওয়া যায়নি। ভ্যাকসিন পরীক্ষা তৃতীয় ধাপে প্রবেশ করেছে। সব নথি পর্যালোচনার পরই সেরাম ইনস্টিটিউটকে তৃতীয় ধাপের পরীক্ষা শুরুর অনুমতি দেওয়া হয়েছে। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন