X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

তামিমদের আবারও হারালো জেমকন খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৫৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:০১

দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন খুলনার জাকির হাসান প্রথম লেগে জিতেছিল জেমকন খুলনা। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফিরতি লিগেও ফরচুন বরিশালকে হারিয়েছে তারা। এদিন খুলনার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ১৯.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে তামিমরা। ৪৮ রানের জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে চারে বরিশাল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে খুলনা ১৭৩ রানের বড় সংগ্রহ পায়। কঠিন লক্ষ্যে বরিশালের ওপেনিং জুটিটা ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন মিলে ৫৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। ইমন ২৬ বলে ১৯ রান করে আউট হওয়ার পরই ছন্দপতন বরিশালের।

পুরো টুর্নামেন্টে ব্যর্থতা সঙ্গী করে চলা আফিফ হোসেন ৩ রানে রান আউটের শিকার হন। তার আগে অবশ্য দারুণ শুরু করা অধিনায়ক তামিম ফিরে যান শুভাগত হোমের শিকার হয়ে। লংঅনে আরিফুল হককে ক্যাচ দেওয়ার আগে বরিশাল অধিনায়ক ২১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৩২ রান।

এরপর তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের ওপর দায়িত্ব বর্তায়। কিন্তু দায়িত্ব সামলাতে পারেননি তারা। ইরফান ২০ বলে ১৬ রান করে সাকিবের শিকার, আর তৌহিদ ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেছেন ফেরেন হাসান মাহমুদের শিকার হয়ে। তাদের বিদায়ের পর বরিশালের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ১২৫ রানে অলআউট বরিশাল।

খুলনার সবচেয়ে সফল বোলার শহিদুল ইসলাম। ১৭ রান খরচায় তার শিকার ২ উইকেট। তার মতো ২ উইকেট নিতে শুভাগত হোম ও হাসান মাহমুদের খরচ ১৮ রান। এছাড়া সাকিব ২২ রানে ১টি ও আল-আমিন ৩১ রানে পেয়েছেন ১ উইকেট।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে খুলনা। গত চার ম্যাচের ব্যর্থতায় টিম ম্যানেজমেন্ট ওপেনিং জুটিতে পরিবর্তন আনে। একাদশ থেকে বাদ পড়েন এনামুল, তার বদলে সুযোগ পান আরেক উইকেটকিপার ব্যাটসম্যান জাকির। তবে আজও ওপেনিং জুটি ভালো করতে পারেনি। দলীয় ১৯ রানে বিদায় নেন ২ রান করা জহুরুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে জাকির ৯০ রানের জুটি গড়েন। ইমরুল ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ৩৭ রান। এরপর সঙ্গীকে হারিয়ে খেই হারান জাকিরও। তার আগে অবশ্য টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। তাসকিন আহমেদের একটি স্লোয়ার কাভারে খেলতে গিয়ে তৌহিদের তালুবন্দী হয়ে ৪২ বলে ৬৩ রানে বিদায় নেন। ক্যারিয়ারসেরা ইনিংসটি এই তরুণ সাজিয়েছেন ১০ বাউন্ডারিতে।

গত দুই ম্যাচে ওপেনিংয়ে নামা সাকিব চার নম্বরে ফিরে গেছেন। যদিও এখানেও সুবিধা করতে পারেননি। ১০ বলে ২ চারে ১৪ রান করেছেন তিনি। এরপর মাহমুদউল্লাহর ১৪ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের বড় সংগ্রহ দাঁড় করে খুলনা।

বরিশালের সবচেয়ে সফল বোলার কামরুল ইসলাম। ২৫ রান খরচায় তার শিকার ৩ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ৪৩ রানে ২টি ও তানভীর আহমেদ ১৬ রানে ১ উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে