X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মিরপুরে আকবরের ব্যাটে ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৯:০৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৪

ঝড়ো ইনিংস খেলেছেন আকবর আলী। যুব বিশ্বকাপেই ঠাণ্ডা মাথার খেলোয়াড় হিসেবে নাম কুড়িয়েছিলেন আকবর আলী। তবে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েও বড়দের সঙ্গে তেমন কিছু করে দেখাতে পারছিলেন না। অবশেষে শুক্রবার দেখা মিললো আকবরের দুর্দান্ত একটি ইনিংস। ঢাকার জার্সিতে শাসন করেছেন রাজশাহীর বোলারদের। সেই সঙ্গে খেলেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস (৪৫ রান)।

গত ফেব্রুয়ারিতে বিকেএসপির হয়ে কুড়ি ওভারের ক্রিকেট অভিষেক আকবরের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলার আগে তার ওই একটি ম্যাচই খেলার অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতা নিয়ে খেলা আকবর উদ্বোধনী দিনে ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন। রাজশাহীর বিপক্ষে প্রথম লেগে খেলেছিলেন ৩৪ রানের ইনিংস। পরের ইনিংসগুলোতে আকবর রান পাননি। আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা গেছে। শুক্রবার সেই হতাশা আকবর কাটিয়ে উঠলেন বেশ ভালোভাবেই। ২ ছক্কা ও ৩ চারে সাজিয়েছেন নিজের ক্যারিয়ার সেরা ৪৫ রানের ইনিংসটি। ৬ নম্বরে নেমে তার এই ঝড়ো ব্যাটিংয়েই সমৃদ্ধ হয়েছে ঢাকার স্কোরবোর্ড।

যদিও শুরুটা একদমই ভালো ছিল না মুশফিকের দলের। দলীয় ৬৪ রানে মুশফিকের আউটের পর বড় স্কোর হওয়া নিয়েও শঙ্কা জন্মেছিল। কিন্তু ইয়াসির আলী ও আকবর আলীর ঝড়ো ইনিংসেই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে ঢাকা। ৩৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ইয়াসির আলী ৬৭ রানের ইনিংস খেলেছেন। অন্যদিকে আকবর আলী ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত থেকেছেন ৪৫ রানে। তাদের এমন ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ঢাকা ১৭৫ রান সংগ্রহ করে।

রাজশাহীর বোলারদের মধ্যে ৩৮ রানে দুই উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার মুকিদুল। এছাড়া আরাফাত সানি, মেহেদী হাসান ও ফরহাদ রেজা একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে