X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তারেক মাসুদ পুরস্কার জিতলো ওয়াহিদ রাজের ‌‘বায়োস্কোপ’

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১২:২৫

তারেক মাসুদ ও ওয়াহিদ রাজ আজ ৬ ডিসেম্বর কীর্তিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মদিন। বিশেষ এই দিনে ঘোষণা করা হলো ‌‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার ২০২০’। এবারের আসরে সেরা হয়েছে ওয়াহিদ রাজের ‘বায়োস্কোপ’।
এছাড়াও ‘লটারি’র জন্য প্রথম রানার-আপ কে এম কনক এবং ‘নিয়েন্তে এন রিয়েলতা’ ছবির জন্য দ্বিতীয় রানার-আপ রাদ আহমেদ ফুয়াদ।
আজ (রবিবার) রাত সোয়া ৯টায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেন প্রয়াত নির্মাতার স্ত্রী ক্যাথরিন মাসুদ। আয়োজনে ছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।
করোনাভাইরাসের কারণে এবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল অনলাইনে। তবে সামনে আবারও সরাসরি প্রদর্শনী করার আশা ক্যাথরিন মাসুদের, ‘এবার করোনার কারণে আমরা অনলাইনের মাধ্যমে পুরস্কারটি ঘোষণা করছি। আশা করি, পরের বছর এমন সময় থাকবে না। আবারও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে নাম ঘোষণা করতে পারবো।’
তারেক মাসুদ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক সবসময় তরুণদের কাজ নিয়ে ভাবতো। তাদের নিয়ে স্বপ্ন দেখতো। সৃজনশীল কাজ দেখে নিজে অনুপ্রাণিত হতো। আমার মনে হয়, তারেক আজও আমাদের মাঝে আছে। আমি নিজে ছবি দেখে অভিভূত হয়েছি। নিশ্চয়ই তারেকেরও ভালো লেগেছে।’
গুণী এই নির্মাতার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্যাথরিন মাসুদ ছাড়াও ছিলেন নির্মাতা প্রসূন রহমান, খুশি কবীর ও বেলায়েত মামুন। তাদের সঙ্গে প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন মোরশেদুল ইসলাম।
চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ৫৭টি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে ১০ নির্মাতাকে বাছাই করে সেরার পুরস্কার দেওয়া হয়েছে ৩ জনকে।

আয়োজনটির সহযোগিতায় ছিল ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও ইমেশন ক্রিয়েটর।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া