X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মেশিন নষ্ট থাকায় মুগদা হাসপাতালে করোনা টেস্ট বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৬:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:৪৪

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল গত সোমবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টেস্ট বন্ধ রয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) এই হাসপাতালে নমুনা দিতে আসা ব্যক্তিদের ফেরত দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, এই হাসপাতালের আরটি-পিসিআর মেশিন কয়েকদিন ধরে ডিস্টার্ব দেওয়ায় সেটি ঠিক করতে দেওয়া হয়েছে।  বুধবার ( ৯ ডিসেম্বর) পর্যন্ত  মেশিনটি ঠিক হয়নি।

স্বাস্থ্য অধিদফতর বিষয়টি জানে কিনা, প্রশ্নে সূত্রের ভাষ্য— জানার তো কথা। কারণ, মেশিন নষ্ট হওয়ার পর জমে থাকা কিছু পরীক্ষা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে করে আনা হয়েছে। তিন দিন হলো মেশিন নষ্ট হয়েছে। আজ ( ৯ ডিসেম্বর) করোনার নমুনা নেওয়া হয়নি।

জানা গেছে,মুগদা হাসপাতালে প্রতিদিন ২০০ নমুনা পরীক্ষা করার মতো সক্ষমতা রয়েছে।

হাসপাতালের আরটি-পিসিআর মেশিন নষ্ট হয়েছে এবং মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ‍নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেরামত হলেই নমুনা নেওয়া আবারও চালু করা হবে।’

মেশিন নষ্ট থাকায় মুগদা হাসপাতালে করোনা টেস্ট বন্ধ তিনি বলেন, ‘আজ তৃতীয় দিনের মতো সাধারণ মানুষের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে আমরা যেহেতু করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছি, তাই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করিয়ে আনা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে। কারণ, এটা যদি আমরা বন্ধ রাখি, তাহলে তো আমাদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘যাদের থেকে আমরা মেশিন কিনেছি, তাদেরকে জানানো হয়েছে। তারা এসে দেখে গেছেন। কিন্তু প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন— সমস্যা হয়তো তারা দ্রুত ঠিক করতে পারবেন। কিন্তু তারা ভিজিট করার পর জানালেন, তারা যে সমস্যার কথা ভেবেছিলেন, সেটা নয়। এটা মেরামত করতে সময় লাগবে। তবে ঠিক করতে কতদিন লাগবে, সেটা তারাও নিশ্চিত করে বলতে পারেননি।’

ঊর্ধ্বতন সবাইকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান ডা. নুরুল ইসলাম।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনকার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানে কত নমুনা পরীক্ষা হলো, তার তালিকা থাকে। কিন্তু গতকাল ( ৮ ডিসেম্বর) এবং আজ ( ৯ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মুগদা হাসপাতালের করোনার নমুনা পরীক্ষা শূন্য দেখানো হয়েছে।

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ