X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রিয়াদ মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবস উদযাপন

অহিদুল ইসলাম, (রিয়াদ) সৌদি আরব
১৮ ডিসেম্বর ২০২০, ০২:৩২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০২:৩৯

সৌদি আরবের রাজধানী রিয়াদে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ শাখার বিজয় দিবস উদযাপন





সৌদি আরবে রিয়াদ মহানগর ও জেলা স্বেচ্ছাসেক লীগ সুদৃশ্য কেক কেটে যৌথভাবে মহান বিজয় দিবস পালন করেছে। ১৬ ডিসেম্বর রাতের এই আয়োজনে মহানগর ও জেলা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য মো. রফিকুল হায়দার ভূঁইয়া। সভাপতিত্ব করেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা অর্জনে আত্মদানকারী সকল শহিদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন বক্তারা। এসময় মহান বিজয় অর্জন এবং তা রক্ষায় প্রবাসে অবস্থান করে সর্বোতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তারা। বক্তারা বলেন, সৌদি আরবের রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের এই দুই সংগঠন সম্মিলিতভাবে আগামী দিনে সাধারণ প্রবাসীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে একনিষ্ঠভাবে কাজ করবে।
রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন দুই সংগঠনের বিজয় দিবস আয়োজনকে সময়ের উৎকৃষ্ট উদাহরণ উল্লেখ করে বর্তমান কোভিড সংকটে প্রবাসীদের সময়োপযোগী সহায়তায় কাজ করার অঙ্গীকার করেন।
এতে বক্তব্য রাখেন মহানগরের সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, মোশাররফ হোসেন মিন্টু, জেলা আরবাইন শাখার সভাপতি আব্দুল আলিম বেপারী, ভারপ্রাপ্ত সা. সম্পাদক মো. কামাল শরিফ, নজরুল ইসলাম হাওলাদার, এনামুল হক সুমন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য রফিকুল হায়দার ভূঁইয়া বলেন, কেন্দ্র থেকে অনুমোদিত সৌদি আরবের এই দুই শাখা সংগঠনের প্রবাসীদের সেবায় অনেক কিছু করার আছে। তিনি আশা প্রকাশ করেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক দূতাবাসে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা সুসংহত করার জন্য সৌদি প্রবাসীদের সহযোগিতায় মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একযোগে কাজ করবে।
এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার দেশ-উন্নয়নকে ‘পৃথিবীর মানুষের কাছে অবিস্মরণীয়’ উল্লেখ করে প্রবাস থেকে এই উন্নয়নে অংশীদার হতে সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের বিজয় এবং দেশ-উন্নয়ন দুটিই পরস্পর অভিন্ন কর্ম-প্রত্যয়। এ দুটি সমান্তরালভাবে সমুন্নত রাখতে পারলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা আর বেশি দূরে নয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম ও মহানগর শাখার সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু। 

/টিএন/
সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি