X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
অটোচালক নাজমুলের মৃত্যু

অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা না হওয়ায় বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ২৩:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২৩:২৪

পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন রংপুর নগরীর পার্কের মোড় কোর্টপাড়া এলাকায় অটোচালক নাজমুল ইসলামকে নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের না করায় নিহতের স্বজন, এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পার্কের মোড় এলাকায় বিক্ষোভ এবং রংপুর ও লালমনিরহাট সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার চলে। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নাজমুলকে ভয়াবহ নির্যাতন করে হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে হত্যা মামলা না করে আত্মহত্যার প্ররোচনার মামলার দায়ের করা হয়েছে। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন থাকা হাতের নখ প্লাইয়ার্স দিয়ে তুলে ফেলা, হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা অভিযুক্ত পুলিশ সদস্য হাসান ও তার স্ত্রী সাথী বেগমের ফাঁসি দাবি করেছেন।

নিহত নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম জানান, তার স্বামীকে নির্দয়ভাবে অকথ্য নির্যাতন করে হত্যা করেছে পুলিশ সদস্য হাসান ও তার স্ত্রী সাথী। তিনি তাদের ফাঁসি দাবি করেন। তাজহাট থানা পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে কাগজে সই নিয়েছে। সেখানে হত্যা মামলা না করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছে এ বিষয়টি তাকে পুলিশ জানায়নি।

অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা না হওয়ায় বিক্ষোভ তিনি আরও জানান, তারা তো রাতভর নির্যাতন করেছে, যা আশপাশের শত শত মানুষ দেখেছে। তা ছাড়া তার স্বামী শারীরিক প্র্রতিবন্ধী। তার পা খোড়া, সে ঠিকমতো দাঁড়াতে পারে না। সে কীভাবে ঘরের সিলিংয়ের মধ্যে গলায় রশি রশি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে?

অন্যদিকে প্রত্যক্ষদর্শী মর্জিনা বেগম ও আলেয়া বেগম বলেন, ‘নাজমুলকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার দৃশ্য আমরা দেখেছি। তার হাতের আঙুলে হাতুড় দিয়ে আঘাত করে হাতগুলো থেতলে দেওয়া হয়েছে। প্লায়ার্স দিয়ে হাতের আঙুলের বেশ কয়েকটি নখ তুলে ফেলা হয়েছে। সারারাত ধরে তাকে নির্যাতন করা হয়েছে। পরের দিন শুনলাম, সে নাকি আত্মহত্যা করেছে। এটা সাজানো নাটক ছাড়া আর কী হতে পারে?’

এদিকে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করতে এসে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন বলেছিলেন, তিনি দেখেছেন, নাজমুল যে ঘরে আত্মহত্যা করেছে সেই ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। ফলে এটা নিঃসন্দেহে আত্মহত্যা। তার পরেও এ ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্য ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জমানের বলেন, ‘হত্যা মামলা হয়নি। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩২৩/৩৪২/৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে, দুপুর সাড়ে ১২টায় কঠোর পুলিশি পাহারায় পুলিশ কনস্টেবল হাসান ও তার স্ত্রী সাথীকে প্রিজন ভ্যানে করে আদালতে আনার পর তাদের সরাসরি হাজতখানায় নেওয়া হয়। পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া  হয়েছে। 

আরও খবর: অটোচালককে হত্যার অভিযোগ, সস্ত্রীক পুলিশ কনস্টেবল গ্রেফতার

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!