X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে’র হাতেই দ্বিতীয়বার গণতন্ত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১০:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১০:৪৪


বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূরণ হতে চলেছে, এই সময়ে এসে এই বাংলাদেশই আবার শৃঙ্খলিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে এবং বাংলাদেশকে একটি স্বাধীন ভূখণ্ডে পরিণত করার জন্য। গণতান্ত্রিক চেতনার ওপর ভিত্তিতে, মানুষের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার, গণতান্ত্রিক সমাজনির্মাণ, সেই আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে একটি রাষ্ট্র আমরা চেয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি। আমরা রাষ্ট্রকে স্বাধীন করে নিয়ে এসেছি।’

শুক্রবার (১ জানুয়ারি) রাতে বিএনপির অনুসারি সংগঠন ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি করেন, ‘আরও দুর্ভাগ্যজনক যে দলটি দাবি করে, যে তারা স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলটির হাতেই দ্বিতীয়বারের মতো গণতন্ত্র নিহত হলো। গণতন্ত্র ধ্বংস হয়ে গেলো।’
ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে সংগঠনটির কেন্দ্রীয়, মহানগরের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করে মাজার জিয়ারত অনুষ্ঠানে। এরপর সন্ধ্যায় হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনলাইন আলোচনা।
বিএনপির মহাসচিব বলেন, ‘১৯৭২ সালের পরেও এই আওয়ামী লীগ সেদিন রাষ্ট্রক্ষমতায় ছিল। তারা ধীরে ধীরে মানুষের অধিকার খর্ব করেছে। সংবিধান নষ্ট করেছে, ছিন্নবিচ্ছিন্ন করে ফেলেছে। প্রথমে জরুরি অবস্থা আইন এবং তারও আগে বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা সর্বশেষে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল করেছে। আজকে আবার একটি ভিন্ন পদ্ধতিতে ছদ্মবেশে তারা একইভাবে  গণতন্ত্রের খোলসে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে।’
ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য, আপসহীন জনগণের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন তিনি এখনও এই গণতন্ত্রের জন্যই কারাগারে আছেন।’
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের তরুণ নেতা, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, সেই তরুণ নেতা মিথ্যে মামলায় নির্বাসিত জীবন যাপন করছেন। ৩৫ লক্ষ গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’ 

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ