X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বলছেন নার্স, দাঁড়িয়ে থেকে শুনছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৯:০৯
image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন গিয়েছিলেন এক টিকা কর্মসূচি পরিদর্শনে। সে সময় চেয়ারে বসে ভ্যাকসিন নিচ্ছিলেন একজন নার্স। জনসন তার কাছে টিকার ব্যাপারে জানতে চান। দাঁড়িয়ে থেকেই তার কথা শোনেন প্রধানমন্ত্রী।

সোমবার উত্তর লন্ডনের চেজ ফার্ম হাসপাতালে বরিস জনসনের সামনেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন নার্স সুসান কোলে। ভিআইপি’র পরিদর্শনের কথা আগে থেকে জানলেও ভাবতেও পারেননি প্রধানমন্ত্রী আসছেন। তবে বরিস জনসন দাঁড়িয়ে থেকে সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন। নার্স সুসান কোলের ভ্যাকসিন গ্রহণ প্রত্যক্ষ করার পাশাপাশি তার সঙ্গে আলাপচারিতায়ও অংশ নেন তিনি।

টিকা নেওয়ার সময় প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নার্স সুসান কোলে। ৬০ বছর বয়সী এই নার্স জানান, ‘এটা সত্যিই অবাস্তব সত্যি কিছু ছিল। জানতাম একজন ভিআইপি আসবেন, ভেবেছিলাম হয়তো স্থানীয় কোনও এমপি হবেন। আমার স্বামী মজা করে বলেছিল, প্রধানমন্ত্রী হতে পারেন, আমি বলেছিলাম পাগল হয়ে যেও না। আসলেই প্রধানমন্ত্রীকে দেখতে পাওয়া বিস্ময়কর।’

সুসান কোলে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) আমার কাছে জানতে চান টিকা নিতে কেমন লেগেছে আর আমরা সামান্য কিছু কথাও বলেছি এই টিকা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে।’

টিকা কর্মসূচি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জনসন আরও বলেন, কঠোরতর করোনাভাইরাস বিধিনিষেধ শিগগিরই ঘোষণা করা হবে। নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ বাড়ার দিকে ইঙ্গিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যদি সংখ্যার দিকে তাকান তাহলে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে, তা নিয়ে কোনও প্রশ্ন থাকবে না। আর আমরা শিগগিরই সেসব বাকি থাকা পদক্ষেপ ঘোষণা করবো। করোনা সংক্রমণ মোকাবিলায় সামনে কঠিন থেকে কঠিনতর সময় আসছে বলেও জানান তিনি।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ