X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাটকে মিলবে ২৫০ বছর আগের ঢাকা

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ২২:১১আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৩:১৭

মামুনুর রশীদ ২৫০ বছর আগের ঢাকা এবং এই শহরের রাজনীতির প্রায় পুরোটাই উঠে আসবে পর্দায়। ঢাকাকেন্দ্রিক এমন ইতিহাসনির্ভর কাজ এর আগে টিভি বা চলচ্চিত্রে হয়নি। যেটি এবার করে দেখাচ্ছেন নাট্যকার-অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদ। তার কলমে এবার উঠে আসবে ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস।

আর সেই ইতিহাস দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য দীর্ঘ ধারাবাহিক ‘জিন্দাবাহার’। এটি প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল। ইতোমধ্যে প্রথম লটের শুটিংও শেষ হয়েছে। শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে নাটকটি।

নাটকের একটি দৃশ্য ধারাবাহিকটিতে একসঙ্গে দেখা মিলবে জনপ্রিয় সব তারকার। অভিনয় করেছেন মামুনুর রশীদ নিজেও। আরও আছেন আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, আলিফ চৌধুরী, সাদমান প্রত্যয়, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, শর্মীমালা, নাইরুজ সিফাত, নিকিতা নন্দিনীসহ অনেকে।

নাটকের কাহিনি সম্পর্কে মামুনুর রশীদ ব্যাখ্যা করেন এভাবে, ১৭৫৮ সাল। মেঘনা নদীর বক্ষ থেকে একটি বজরা নৌকা সশস্ত্র প্রহরীসহ চাঁদপুর ঘাটে এসে থামে। গন্তব্য ঢাকার জিঞ্জিরা প্রাসাদ। নৌকার আরোহীরা হচ্ছেন নিহত নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী লুৎফা, কন্যা উম্মে জোহরা, খালা ঘসেটি বেগম ও মাতা আমেনা বেগম। স্বল্প বিরতির পর পাল তোলা বজরায় আবার ঢাকা অভিমুখে যাত্রা। এখান থেকেই শুরু অষ্টাদশ শতাব্দীর সময়কালীন ঢাকার আখ্যান ‘জিন্দাবাহার’।

নাটকের আরেকটি দৃশ্য নির্মাতা ফজলে আজিম জুয়েল বলেন, ‘অষ্টাদশ শতাব্দীর ঢাকা নিয়ে এ দেশের টেলিভিশনে তেমন কোনও কাজ হয়নি। ওই সময়ের ঘটনাপ্রবাহ আমাদের অজানা। সেসব অজানা চরিত্র নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিকটি। আমরা মূলত এই নাটকে দেখাতে চাই, দিল্লি থেকে কীভাবে ঢাকার শাসনকার্য পরিচালিত হতো। এমন গল্পে বাংলাদেশে আগে কখনও নাটক নির্মিত হয়নি। ২৫০ বছর আগে ঢাকা কেমন ছিল, এ ধারাবাহিকটির মাধ্যমে দর্শকরা তা জানতে পারবেন।’ নাটকের অন্য একটি দৃশ্য

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া