X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৮:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৫১

প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শুরুর ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী। বৃহস্পতিবার মারিও লেমসের দল ১-০ গোলে পুলিশ এফসিকে হারিয়ে শুভসূচনা করেছে। দীর্ঘক্ষণ গোলের খোঁজে থাকা দলটির ত্রাণকর্তা ছিলেন হাইতির কেরভেন্স বেলফোর্ট।

এবার প্রিমিয়ার লিগ পুনরুদ্ধারের মিশন আবাহনীর সামনে। তবে শুরুর ম্যাচে পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারেনি আকাশি-নীলরা। নিয়মিত একাদশের চারজন খেলেননি। মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে। আর চোটে ভুগছেন ডিফেন্ডার রায়হান হাসান ও উইংগার জুয়েল রানা।

তার পরেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আবাহনী বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। আক্রমণও শাণিয়ে বেশ। বিপরীতে পুলিশ দলও প্রতি আক্রমণে চেষ্টা করেছে কয়েকবার। কিন্তু বেশি সুযোগ তৈরি করতে পারেনি।

প্রথমার্ধে আবাহনীর জীবন-তোরেসরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেললেও গোল বের করতে পারেনি। তাদের একাধিক প্রচেষ্টা বিফলে গেছে। এর মধ্যে ৪১ মিনিটে ব্রাজিলিয়ান তোরেসের জোরালো শট গোলকিপার মোহাম্মদ নেহাল রুখে না দিলে আবাহনী গোল পেতে পারতো।

বিরতির পর আবাহনীর আক্রমণে ধার বাড়লেও সুযোগ হাতছাড়া হচ্ছিল। ৪৯ মিনিটে মামুনুলের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ৬২ মিনিটে ব্রাজিলিয়ান তোরেসের ক্রসে জীবন সামনের দিকে ঝাঁপিয়ে পড়েও হেড নিতে পারেননি। নিতে পারলে হয়তো গোলও হতে পারতো।

৮০ মিনিটে ওয়ালির কর্নার থেকে মাসিহ সাইগানির হেড গোলকিপারের গায়ে লেগে বারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় আবাহনীকে।

এর ৫ মিনিট পর অবশ্য আর ভুল করেনি আবাহনী। রুবেল মিয়ার শট গোলকিপার ঠিকমতো তালুবন্দী করতে পারেননি, পোস্টের সামনে বল পেয়ে বেলফোর্ট দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেছেন।

পরের মিনিটে অবশ্য আবাহনীকে ভয় পাইয়ে দিয়েছিল পুলিশ। কিন্তু কিরগিজস্তানের মুরোলিমঝন আখমেদভের জোরালো শট গিয়ে লাগে ক্রস বারে! তাতে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-নীল জার্সিধারীরা।

আগামীকালের খেলা

শেখ রাসেল: ব্রাদার্স ইউনিয়ন রাত ৮টা

ভেন্যু:বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা