X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পারফরম্যান্স দেখেই সাকিব-তামিমদের নতুন চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪০

গত বছর নিষেধাজ্ঞার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সাকিব আল হাসান। তবে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় এ বছরের কেন্দ্রীয় চুক্তিও নবায়ন করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজসহ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে পারফরম্যান্স মূল্যায়ন করেই নতুন করে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করা হবে বলে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে এই সফর শেষে নিউজিল্যান্ডেও যাবে সাকিব-তামিমরা। এরপর রয়েছে শ্রীলঙ্কা সফর। তাই এই কয়েকটি সিরিজের পারফরম্যান্স দেখেই নতুন করে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা করবে বিসিবি। সোমবার মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘প্রতিবছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু এবছর যেহেতু আমরা ওই ধরণের পারফরম্যান্স দেখতে পারছি না, তাই আগের চুক্তির ক্রিকেটারদের রেখেই দুইটা সিরিজ দেখে এর পরে হয়তো আমরা সিদ্ধান্ত নিবো।’

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিলেন নতুন ৫ ক্রিকেটার। অন্যদিকে মাশরাফি ও সাকিবসহ বাদ পড়েছেন পুরোনো ৭ জন। এছাড়া গত বছরের চুক্তিতে কিছুটা নতুনত্বও এনেছিল বিসিবি। সীমিত ও বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করা হয়েছিল। কিন্তু করোনাকাল হওয়ায় গত বছরের কেন্দ্রীয় চুক্তি আরও কিছুদিন বহাল থাকবে।

বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা:

ওয়ানডে ও টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তি: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাঈম শেখ।

টেস্টের কেন্দ্রীয় চুক্তি: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত