X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদায়ী বার্তায় যা বললেন মেলানিয়া

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ১৪:২৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৪:২৩

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে মার্কিনিদের উদ্দেশে বার্তা দিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার এ নিয়ে টুইটারে ভিডিও পোস্ট করেছেন ফার্স্ট লেডি। ঘৃণা ও সহিংসতার বিপরীতে ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশবাসীকে।

২০ জানুয়ারি হোয়াইট হাউসের দখল নেবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ের আগে দেওয়া ১৮ জানুয়ারির (সোমবার) এক ভিডিও বার্তায় মেলানিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করাটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় সম্মান। দেশজুড়ে আমেরিকানদের অবিশ্বাস্য কর্মকাণ্ডে আমি বেশ অনুপ্রেরণা পেয়েছি।’

গবীর শ্বেতাঙ্গ আমেরিকান সমর্থকদের ধরে রাখতে ক্ষমতায় আসার আগে থেকে এ পর্যন্ত বিভক্তি আর ঘৃণার চাষাবাদ করেছেন ট্রাম্প। ৬ জানুয়ারি বাইডেনের বিজয় অনুমোদনের দিনে কংগ্রেস ভবনে যে সহিংসতা হয়েছে, সেটার মন্ত্রণাদাতাও তিনি। তবে ফার্স্ট লেডি মেলানিয়া বিদায়বেলায় শুনিয়েছেন অখণ্ডতা আর ভালোবাসার বাণী।

‘এই জাতির অঙ্গীকার মানে প্রত্যেক আমেরিকানের অঙ্গীকার।  আপনার অখণ্ডতা এবং মূল্যবোধের দৃষ্টিভঙ্গি হারিয়ে যেতে দেবেন না। অন্যের প্রতি বিবেচক হতে এবং আপনার দৈনন্দিন জীবনে ভাল অভ্যাস গড়ে তোলার জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করুন।’  বলেন মেলানিয়া। তিনি আরও বলেন, ‘সব পরিস্থিতিতে আমি প্রত্যেক আমেরিকানকে সেরা কিছুর দূত হতে বলি। জোর দিতে বলি সেইখানে, যা আমাদের একত্রিত করে। যা আমাদের বিভক্তির ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। আমি প্রত্যেক আমেরিকানকে ঘৃণার বদলে ভালোবাসা, সহিংসতার বদলে শান্তির পথে আসার আহ্বান জানাই।’

মেলানিয়া বলেন, ‘একসাথে, একটি জাতীয় পরিবার হিসাবে, আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য আশার আলো হতে পারি। আমাদের সাহস, মঙ্গল ও বিশ্বাসের চেতনা দিয়ে আমাদের জাতিকে আরও উচ্চতায় উন্নীত করার আমেরিকান উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে পারি।’ আমেরিকানদের উদ্দেশে তিনি আরও বলেন ‘আপনারা যাই করুন না কেন সেই কাজটা মন দিয়ে করুন। মনে রাখবেন, সহিংসতার মাধ্যমে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এটা কখনই ন্যায়সঙ্গত হবে না।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ